SangbadBhavan.com– এ উল্লেখিত তথ্য বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল / সংবাদ সংস্থা/ সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্যের উপর ভিত্তি করে লেখা, শুধু মাত্র তথ্য গ্রহনের জন্য। ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ ঝুঁকি সম্পন্য, তাই শুধুমাত্র SangbadBhavan.com– এ পাওয়া তথ্যের উপর ভিত্তি করে অর্থ বিনিয়োগ করবেন না।আগে অবশ্যই আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করবেন। SangbadBhavan.com কোনো শেয়ার ক্রয়/বিক্রয় -এর ‘কল’ ট্রিপস দেয় না।
SangbadBhavan.Com – খাদ্য, স্বাস্থ বিষয়ে নানান তথ্য দিয়ে থাকে। এ ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক করা জরুরি, খাদ্য ও স্বাস্থ বিষয়ে দেওয়া তথ্য সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা, তাই স্বাস্থ বা খাদ্য বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন।