আমেরিকায় বসে নরেন্দ্র মোদির হীরের মূর্তি তৈরি! ভাইরাল ভিডিও

আমাদের ভারত থেকে কাজের সূত্রে বিভিন্ন কোম্পানি বা অন্য কোন কারণে অনেক ভারতীয়ই আমেরিকাতে স্থায়ী বসবাস করছেন।। তারা এখন প্রবাসী। ভারতীয় দুইজন ব্যক্তি প্রবাসী আমেরিকাতে বসে মোদি র হীরের মূর্তি তৈরি করলেন। সংবাদমাধ্যমে এই মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়েছে তারা চায় মোদিকে এই উপহারটি তুলে দিতে।

এইবার নিয়ে তৃতীয়বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। তিনি আমেরিকার সফরে গিয়েছিলেন। এই মুহূর্তে কি তখন ওরা মোদীজি কে উপহার হিসেবে তুলে দিতে পারেনি। তারা বলেছেন তারা যখন ভারতে ফিরবেন তখন তারা মোদীজি কে এই হীরের মূর্তি উপহারটি তুলে দিতে চান। ভাবে তৈরি হাজার হীরে সেজে উঠেছেন নরেন্দ্র দামোদর মোদি।৩০- ৪০ জন সুরাতের অলংকার শিল্পীদের হাতে নিখুঁতভাবে সেজে উঠেছে এই মূর্তি ।

এই মূর্তি টি তৈরি করতে সময় লেগেছে দেড় বছর দুজন ব্যবসায়ী তাক লাগিয়ে দিয়েছেন মূর্তিটি তৈরি করে।আমেরিকা প্রবাসী দুই ভারতীয় রাজকুমার ও অশ্রিত এই মূর্তি টি উপহার হিসেব দিতে চান প্রধানমন্ত্রীর কে। জানা যায় ওই দুই ভারতীয় প্রবাসী প্রবাসী সংস্থার সদস্য।

২০২৩ সালে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী পাশাপাশি আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনকে ৭.৫ ক্যারাটের হিরে উপহার দিয়েছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী। সেই হিরেও গবেষণা করে কৃত্রিমভাবে তৈরি হয়েছিল আর সেই রত্নের নাম দেওয়া হয়েছিল সবুজ হিরে।

নানান দেশে বাড়ছে ‘ল্যাব গ্রোন ডায়মন্ড’-এর দাম। বিশেষজ্ঞরা জানায় তাপ ও চাপের ফলে কার্বন যেমন হিরেতে পরিণত হয় ঠিক তেমনি গবেষণা বাদে সেই দানার উপর একই রকম চাপ এবং চাপ প্রয়োগ করলে এলজিডি তৈরি হয়।

আরও পড়ুন,
*কপাল খুলবে মাত্র ২৫০ টাকার এসআইপি করলেই!

error: Content is protected !!