ক্রিয়েটারদের কথা ভেবে এবার এলন মাস্ক এক্স হ্যান্ডেলে আনলেন বিরাট এক বদল, আর নয় বিজ্ঞাপনের উপর ভরসা!

এলন মাস্ক গত দুই বছর আগে ‘টুইটার’ কিনেছিলেন। তিনি টুইটার কেনার পরে তার নাম পরিবর্তন করে “এক্স” করেন, শুধুমাত্র তাই নয় টুইটারে অনেক কিছু আপডেট করেছেন। সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আজকের দিনে বহু মানুষ রোজগার করে তাদের পেট চালাচ্ছেন।

আগে তাদের আয় হতো এডভার্টাইজমেন্টের উপরে, কিন্তু এখন নিয়ম পাল্টেছে। এখন থেকে ‘এক্স’ এর যেসব প্রীমিয়াম একাউন্টগুলো রয়েছে তার ইন্টার‍্যাকশন কতটা হলো তার ওপর এই নির্ভর করবে সেই ব্যক্তির আয়।

সম্প্রতি ‘এক্স’ এ যেসব বিজ্ঞাপনদ্বাতারা বিজ্ঞাপন দিত তাদের সাথে বচসার সৃষ্টি হয় ‘এক্স’ এর কর্ণধার এলন মাস্কের। অনেক বিজ্ঞাপনদ্বাতারা ‘এক্স’ এর সাথে সম্পর্ক ছেদ করেন। অন্যদিকে এলন সে সব বিজ্ঞাপনদাতাদের বীরুদ্ধে আইনি রাস্তা বেছে নিয়েছেন। এসব কারণের জন্যই এক্স এ আনা হয়েছে আমূল পরিবর্তন।আগে ক্রীয়েটারদের বিজ্ঞাপনের ওপর নির্ভর করে থাকতে হতো কিন্তু এখন থেকে আর সেটা করতে হবে না।

এবার থেকে ইন্টার‍্যাকশন এর ভিত্তি করে ক্রিয়েটারদের ইনকাম হবে। যে পোস্টে যত বেশি ইন্টার‍্যাকশন হবে সেই পোস্ট থেকে ইনকাম‌ও তত বেশি হবে। এই আপডেটের জন্য ক্রীয়েটারদের ইনকামে আরো বেশি সুবিধা হয়েছে।

জানা গেছে, পরবর্তীতে “এক্স” মানিটাইজেশন পলিসিতেও আনা হবে পরিবর্তন। আর যারা ‘এক্স’ প্রিমিয়াম মেম্বার রয়েছেন তাদের একাউন্টে বিজ্ঞাপন দেখা যাবে না। এর আগে অনেক ক্রিকেটাররা অভিযোগ করেছিলেন যে , বর্তমানে বিজ্ঞাপন থেকে তাদের আয় অনেক কম হয়ে গিয়েছে। “এক্স” এ মনিটাইজেশন করতে আপনাকে সবার প্রথমে ৫০০ জন ফলোয়ার এবং তার সঙ্গে ৫ মিলিয়ন ইমপ্রেশন পেতে হবে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক