গত ১৯শে সেপ্টেম্বর আকস্মিক মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। সকলকে ছেড়ে তিনি চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর পর একের পর এক নানান মৃত্যুর কারণ সামনে এসেছে। আর এরফলে মাথাচাড়া দিয়ে উঠেছে একের পর এক রহস্য। ইতিমধ্যে অসম পুলিশের একটি দল গায়কের মৃত্যুর তদন্ত করছে। জানা যায়, গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়কের। যদিও তা নিয়ে নানান অভিযোগ রয়েছে।

Breaking news,
Pankaj Dheer Died: ‘মহাভারত’-এর কর্ণ আর নেই: ক্যানসারের পুনরাবৃত্তির সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর নিভে গেল পঙ্কজ ধীরের জীবন
এবার নয়া দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি-র ভিসেরা রিপোর্ট বা CFSL হাতে পেলো অসম পুলিশের তদন্তকারী দল। সেই রিপোর্ট ইতিমধ্যে পাঠানো হয়েছে গুয়াহাটি মেডিকেল কলেজের ডাক্তারদের প্যানেলে যারা গায়কের ময়নাতদন্ত করেছিলেন। SIT প্রধান ADGP মুন্না প্রসাদ গুপ্তা জানিয়েছেন, চূড়ান্ত রিপোর্ট পাওয়া গেলে তা পরিবারের সঙ্গে শেয়ার করা হবে এবং আদালতে জমা দেওয়া হবে।

আরও খবর,
কৌশিক বন্দ্যোপাধ্যাকে প্রকাশ্যে ‘লম্প্ট’ বলে আক্রমন! কী জবাব দিলেন অভিনেতা?
KBC-তে খুদের ‘অভদ্র’ আচরণ ঘিরে বিতর্কে সরগরম সমাজমাধ্যম
তদন্তের মাধ্যমে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া গায়ক সিঙ্গাপুরে যেখানে তার অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেখানকার বেশ কয়েকজনকে নোটিশ জারি করা হয়েছে। তাদের কেউ কেউ হাজিরা দিয়েছেন। এর পাশাপাশি আরও কেউ বাকি রয়েছেন, যারা আগামীতে হাজিরা দেবেন বলে আশা করা যাচ্ছে। যদিও জুবিনের মৃত্যু নিয়ে তার ব্যান্ডের এক সদস্য শেখর জ্যোতি গোস্বামী পুলিশের কাছে দাবি করেছেন, গায়ককে সিঙ্গাপুরে বিষপ্রয়োগ করা হয়েছিল।

জীবনযাপন
দীপাবলির পর ‘ধনশক্তি রাজযোগে’ সিংহ, কন্যা ও বৃষ রাশির জীবনে আসছে বিরাট পরিবর্তন!
বিষপ্রয়োগের ফলেই নাকি মৃত্যু হয়েছে তার। এর পাশাপাশি জুবিনের ব্যান্ডের আরেক সদস্য পার্থপ্রতিম গোস্বামী দাবি করেছেন, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী গায়কের প্রতি অবহেলা করেছেন। তার দাবি, গায়কের খিঁচুনির সমস্যা আছে জেনেও তাকে সারারাত মদ্যপান করানো হয়। তারা গায়ককে ঘুমাতে দেননি। এরপর জলে সাঁতার কাটতে গিয়ে বিপত্তি ঘটে। সবমিলিয়ে গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনা ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য৷ আসল সত্যি সামনে আসবে কবে, এবার তারই অপেক্ষা।
আরও খবর,
Dhanteras 2025: ধনতেরাসে ভুলেও এই জিনিসগুলি কিনতে নেই, সংসারে দেখা দিতে পারে ভয়ানক দুর্দশা
