ছেলে হওয়ার পর ‘পুরোদস্তুর মা’ পরিণীতি, বলিউড থেকে বিরতি?

পুত্রসন্তানের জন্মের পর নিজেকে ‘পুরোদস্তুর মা’ ঘোষণা করলেন পরিণীতি চোপড়া। ইনস্টাগ্রামে শেয়ার করলেন মাতৃত্বের হাসি-কান্নার অভিজ্ঞতা।

অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা ১৯ অক্টোবর প্রথম সন্তানের জন্মের পর নতুন জীবনের আনন্দে ভাসছেন। ছেলেকে বাড়ি নিয়ে আসার পর থেকেই পরিণীতি মাতৃত্বের অনুভূতি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।

সোমবার ইনস্টাগ্রামে ‘আন্দাজ আপনা আপনা’-র একটি মজার ক্লিপ শেয়ার করে তিনি লেখেন, “আমি বুঝতে পারছি যে আমি এখন একজন পুরোদস্তুর মা এবং আর গর্ভবতী নই!” সঙ্গে জুড়ে দেন দুটি হাসির ইমোজি। ক্লিপে দেখা যায়, হাসি থেকে কান্নায় রূপ নেওয়া এক মজার মুহূর্ত, যার শেষে শোনা যায়, “খতম-টাটা-বাই-বাই।”

পরিণীতির শেয়ার করা ক্লিপ

এর আগে হাসপাতাল থেকে ফেরার পর পরিণীতি ভক্ত ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, “আমরা প্রতিটি মেসেজ পড়েছি এবং মনের গভীরে রেখেছি।”

লন্ডনে এক অনুষ্ঠানে পরিণীতি ও রাঘবের দেখা হয়, আর সেখান থেকেই শুরু প্রেম। কয়েক মাসের মধ্যেই ২০২৩ সালের ১৩ মে বাগদান এবং ২৪ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয়।

এখন প্রশ্ন একটাই—মাতৃত্বের এই নতুন অধ্যায়ে কি পরিণীতি কিছুদিনের জন্য বলিউডকে বলবেন “টাটা-বাই-বাই”?

বিনোদন
‘ম্যায় হুঁ না’ ছবিতে এই বিশেষ কারণের জন্য অভিনয় করতে চাননি সতীশ শাহ, রাজি করিয়েছিলেন শাহরুখ খান

#ParineetiChopra #RaghavChadha #BollywoodNews #CelebrityMom

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক