প্রতি বছর বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনাতে মেতে ওঠে বঙ্গ। টলিপাড়ার তারকারা কে কেমন সাজলেন সরস্বতী পুজোয়?
গতকাল বুধবার ছিল দেবী সরস্বতীর পুজো। প্রতি বছর বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনাতে মেতে ওঠে বঙ্গ।তেমনি গতকালও তার অন্যথা হয়নি। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও মেতে উঠেছিলেন বাগদেবীর আরাধনায়। তেমনই কয়েকজন টলি পাড়ার জনপ্রিয় তারকার অন্দরমহলের খবর রইল।
আরও পড়ুন,
*Tom Cruise: টম ক্রুজের জীবনে বসন্ত! হলিউড তারকা প্রেমে মজলেন ২৫ বছরের ছোট প্রেমিকার
*দীর্ঘ ও সুখি দাম্পত্য জীবন চান? আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবি শংকরের দেওয়া ১০টি গুরুত্বপূর্ণ টিপস
বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন টলি পাড়ার একাংশ। হলুদ শাড়ি পরে দেবীর পুজোতে ব্যস্ত হলেন তারা৷ তার মধ্যে দেখা গেলো ঋতুপর্ণা সেনগুপ্তকে। হলুদ পোশাকে নিজের বাড়িতে দেবী সরস্বতীর বন্দনায় সামিল হলেন তিনি।
অপরদিকে টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী তার নিজের অফিসেই প্রতিবারের মতন এবারও পুজো করলেন। সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি। রাজের পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি ও শুভশ্রী পরেছিলেন সি গ্রিন পোশাক।
ইন্দ্রানি দত্ত নিজের মেয়ে রাজনন্দিনীকে নিয়ে বাগদেবীর আরাধনায় মাতলেন। এর পাশাপাশি দেখা গেলো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়াকে নিজের বাড়িতে সরস্বতী পুজোয় সামিল হতে। পরনে ছিল সাদা রঙের শাড়ি। নজর কাড়লেন তিনি সবসময়ের মতন এবারও।
আরও পড়ুন,
*লাস্যময়ী অভিনেত্রী নূপুর অলঙ্কার এখন সন্ন্যাসী; কেন এমন সিদ্ধান্ত নিলেন?
*উত্তরপ্রদেশে ভয়ংকর দুর্ঘটনা, বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে জীবন্ত দগ্ধ ৫