SIR ফর্মে ভুল হলে কী করবেন? জানাল নির্বাচন কমিশন—ভোটারদের বিভ্রান্তি দূর করল গুরুত্বপূর্ণ নির্দেশিকা

রাজ্যে স্পেশাল সামারি রিভিশন (SIR) অনুশীলনের অংশ হিসেবে গত ৪ নভেম্বর থেকে ভোটার তালিকার এনুমারেশন ফর্ম বিলি শুরু করেছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন ব্লক লেভেল অফিসাররা (BLO)। কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ৯৬ শতাংশেরও বেশি বাড়িতে ফর্ম বিলির কাজ শেষ হয়েছে। ফলে ধাপে ধাপে শুরু হয়েছে ফর্ম সংগ্রহের কাজও।

তবে ফর্ম বিলির পরই দেখা দিয়েছে নানা প্রশ্ন। বেশিরভাগ ভোটারই ফর্মে চাওয়া ২০০২ সালের ভোটার তথ্য সহজে পাচ্ছেন না। কারও কাছে পুরোনো তালিকা মিলেছে, কারও আবার সেই সময়কার তথ্য মিললেও সেখানে রয়েছে ভুল। এ সব মিলিয়েই ফর্ম ফিলআপ করতে গিয়ে ব্যাপক বিভ্রান্তিতে পড়েছেন অনেক ভোটার।

ভুল ফর্ম ফিলআপ হলে কী করবেন? স্পষ্ট জানাল কমিশন

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন—ভুল হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সহজেই সংশোধন করা যাবে।

তিনি বলেন,
“ফর্ম পূরণের সময় কোনো ভুল হয়ে গেলে সেই জায়গায় একটি লাইন টেনে (pen through) সঠিক তথ্য লিখলেই হবে। পাশাপাশি সংশোধনের পাশে নিজের স্বাক্ষর করতে হবে।”

অর্থাৎ, ফর্মে ভুল হলে নতুন করে ফর্ম নেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ফর্মেই সংশোধন করে জমা দিতে পারবেন ভোটার।

দুটি ফর্ম, কিন্তু একই QR কোড—কেন?

প্রতিটি এনুমারেশন ফর্মে দেওয়া আছে একটি ইউনিক QR কোড। ভোটারকে দেওয়া দুটি ফর্মের QR কোড একই থাকে। এ বিষয়ে অরিন্দম নিয়োগী বলেন—
“রাজ্যের প্রায় সাড়ে সাত কোটি ভোটারের জন্য আলাদা আলাদা ডুপ্লিকেট ফর্ম তৈরি করা বাস্তবে অসম্ভব। তাই দুটি ফর্ম দেওয়া হলেও QR কোড একই রাখা হয়েছে।”

এতে ভোটার নিশ্চিন্তে একটি ফর্মে প্র্যাকটিস করতে পারবেন। ভুল-ভ্রান্তি থাকা ফর্মটি নিজের কাছে রাখতে বলা হয়েছে। আর পরিষ্কার, সংশোধিত ফর্মটিই সংগ্রহ করবেন BLO।

আরও পড়ুন
WB SSC Recruitment Update: ইন্টারভিউ তালিকায় ‘অযোগ্যদের’ নাম, যোগ্যরা বাদ—আবার আদালতের দ্বারস্থ চাকরিহারা প্রার্থীরা

ভোটারদের স্বস্তি বাড়াল কমিশনের নির্দেশ

ফর্ম পূরণে ভুল হলে নতুন ফর্ম সংগ্রহ করতে হবে না—এই বার্তায় অনেকটাই স্বস্তি পেয়েছেন ভোটাররা। কমিশনের মতে, দু’টি ফর্ম দেওয়ার ফলে তথ্যের নিরাপত্তা বজায় থাকে এবং একই সঙ্গে ভুল সংশোধনের সুযোগও থাকে।

আরও পড়ুন
SIR ফর্ম না পেলে কী করবেন? SIR–সম্পর্কিত কাজকে আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন পদক্ষেপ নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর

সংক্ষেপে কী জানলেন ভোটাররা?

ভুল হলে লাইন টেনে সঠিক তথ্য লিখে স্বাক্ষর করতে হবে

নতুন ফর্ম নেওয়ার প্রয়োজন নেই

দুটি ফর্মের QR কোড একই

ভুল ফর্মটি নিজের কাছে, পরিষ্কার ফর্মটি জমা দেবেন BLO

২০০২ সালের তথ্য না পেলে BLO-কে জানালে সহায়তা করার কথা বলা হয়েছে

নির্বাচন কমিশনের এই নির্দেশিকায় SIR ফর্ম ফিলআপ নিয়ে ভোটারদের মধ্যে থাকা বিভ্রান্তি অনেকটাই দূর হয়েছে। রাজ্যের ভোটার তালিকা হালনাগাদের কাজ যাতে আরও স্বচ্ছ ও নির্ভুল হয়, তার জন্যই এই বিশেষ উদ্যোগ।

আরও পড়ুন
এসআইআর ফর্ম জমা: কোন নথি লাগবে? স্পষ্ট জানালো কমিশন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক