জিতু-নবনীতার বিচ্ছেদে তাঁর হাত? অবশেষে মুখ খুললেন শ্রাবন্তী

Jitu-Nabnita's separation because of him? Finally Srabanti opened her mouth

নবনীতা দাস এবং জিতু কমলের বিচ্ছেদের পর থেকে অভিযোগ ওঠে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির কারণেই নাকি তাদের দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনে ভাঙ্গন ধরেছে। এতোদিন চুপ থাকলেও সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন শ্রাবন্তী। আমরা সকলেই জানি যে শ্রাবন্তী মানেই সমালোচনা।

অভিনয়ের থেকে বেশি তার ব্যক্তিগত জীবনের কারণে তিনি সমালোচনায় উঠে আসেন। তিন তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া থেকে শুরু করে বিচ্ছেদ, এমনকি অন্যান্য তারকাদের সাথে একাধিকবার নাম জড়িয়েছে তার। বর্তমানে শুভ্রজিৎ মিত্র এবং জিতু কমলের সাথে এই অভিনেত্রীর নাম জড়িয়েছেন সকলে।

তবে আসল সত্যিটা কী সম্প্রতি সে বিষয়ে জানিয়েছেন শ্রাবন্তী। বলেন, ‘আমি নিজেই অবাক হচ্ছি এই নামটা শুনে। আরও কতজনের নাম জুড়ে দেওয়া হয়েছে আমার সঙ্গে। লোকে আসলে আমাকে নিয়ে কত কিছুই ভাবে। কিন্তু আমি জানি সত্যি কী। আমার প্রেম আর ভালোবাসা, সবই অভিনয়কে ঘিরে।’ আসলে দুটি সিনেমায় একসাথে অভিনয় করেছিলেন জিতু এবং শ্রাবন্তী

তারপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়। অন্যদিকে পরিচালক শুভ্রজিৎ মিত্রের সাথেও নাম জড়িয়েছিল তার। এই বিষয়ে তার মত, ‘ভালো চরিত্র পেতে আমাকে পরিচালকের সঙ্গে প্রেম করতে হবে? আমার কি নিজের কোনো যোগ্যতা নেই? খারাপ লাগে এতোবছর কাজ করার পরেও এসব অবাঞ্ছিত কথা শুনতে হয়। পরিচালক হিসেবে শুভ্রজিতদাকে আমি সম্মান করি। ‘

উল্লেখযোগ্য, চার বছর একসাথে সংসার করার পর জিতু এবং নবনীতা বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছিলেন। তারপর থেকে সকলে বলতে থাকেন শ্রাবন্তীর কারণে বিচ্ছেদ হয়েছে তাদের। যদিও এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে নবনীতা জানিয়েছিলেন এসব কথা বন্ধ করার জন্য। তবুও এই বিষয়ে কথা থামেনি।

আরও পড়ুন,
*ওয়েবক্যামে যৌনচাহিদা মেটাচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়! ভিডিও ক্লিপ ফাঁস
*শারীরিক অসুস্থতা নিয়েই স্বামীকে জন্মদিনের সারপ্রাইজ ইমনের, রইলো ভিডিও