মেয়েদের শরীরের কোন অঙ্গের নাম উল্টে লিখলেও একই হবে?

What part of the female body will be the same even if written upside down?

যে কোনো সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিলিমিনারি এবং মেইন্স পরীক্ষার পর শেষ পর্যায়ে থাকে ইন্টারভিউ। আর সেখানেই এমন সব প্রশ্ন করা হয় যেগুলি ঘাবড়ে দিতে বাধ্য প্রতিযোগীদের। আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।

১. ভারত ও বাংলাদেশ ছাড়া আর কোন দেশের সরকারি ভাষা বাংলা?

উ: আফ্রিকার সিয়েরা লিওন।

২. ভারতের কোন রাজ্যে ভাই ও বোনের মধ্যে বিয়ে হয়?

উ: ছত্রিশগড় রাজ্যের ধুরোয়া উপজাতিদের মধ্যে ভাই ও বোনের মধ্যে বিয়ে হয়।

৩. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?

উ: ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

৪. বলিউড অভিনেতা গোবিন্দার আসল নাম কী?

উত্তরঃ অর্জুন আহুজা।

৫. ভারতে প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন কবে চালু হয়?

উ: ১৯২৫ সালে।

৬. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি?

উ: বিহার।

৭. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সমাধিস্থল কী নামে পরিচিত?

উ: শান্তিবন।

৮. বিশ্বের কোন দেশে কোন সরকারি নিয়ম নেই?

উ: বেলজিয়াম।

৯. ভারতের কোন শহরে প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়?

উ: কলকাতা।

১০. রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কতক্ষণ সময় লাগে?

উ: ৪৮ ঘন্টা।

১১. মানুষ কোন প্রাণীর ভয়ে খাঁচায় বন্দী থাকে?

উ: মশার ভয়ে মানুষ মশারির মধ্যে থাকে।

১২. বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার?

উ: পাকিস্তান।

১৩. পৃথিবীর কোন দেশকে ছোট ভারত বলা হয়?

উ: ওশিয়ানিয়া।

১৪. মেয়েদের শরীরের কোন অঙ্গের নাম উল্টে লিখলেও একই হয়।

উ: নয়ন।(চোখ)

আসলে প্রতিযোগীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এমন প্রশ্ন করা হয়।

আরও পড়ুন,
*শীঘ্রই তৈরি হবে কুবের যোগ, কোটিপতি হওয়ার সম্ভাবনা ৩ রাশির জাতকের
*৩ প্রকার নারী নিজ স্বামীতে সন্তুষ্ট নয়