Viral Video: চিতাবাঘ শিকার করতে এসে নিজেই শিকার হয়ে গেলো! হারহিম করা লড়াইয়ের ভিডিও ভাইরাল

Cheeta vs wild boar viral video

Viral Video: মাঝে মধ্যেই আমাদের সামনে উঠে আসে নানান ধরনের ভাইরাল ভিডিও। সম্প্রতি তেমনি এক ভাইরাল ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বন্যা প্রাণীদের লড়াই। প্রথমের দিকে দেখা যাচ্ছে একটি ক্ষুধার্ত চিতা খাদ্যের সন্ধানে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে একটি বুনো সূকর(Wild Boar) তার দুটি বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন পরিস্থিতিতে দেখে ফেলে ক্ষুধার্ত চিতা(Cheeta)। এর পর যথারীতি চিতা তাঁর পজিশন বুঝে ঝাঁপিয়ে পড়ে বুনো সূকর।

জঙ্গলে নানান ধরনের হিংস্র পশু থাকে। তাদের মধ্যে প্রতিনিয়ত সংগ্রাম চলে খাদ্যের জন্য। সুজগ পেলে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। শিকার করে খেয়ে ফেলে। সম্প্রতি যে ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সেখানে দেখা গেল ভয়ংকর শিকারের দৃশ্য।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের দুজনের মধ্যে তুমুল ধস্তাধস্তি হতে থাকে। এমন সময় সেখানে এন্টি নেই ক্ষুধার্ত হয়না। এরপর লড়াই নেয় নতুন মোর। দুদিক থেকে আক্রমণ বুঝে প্রাণে বাঁচার এলোপাতারি আক্রমণ করে বুনো সূকর। অগত্যা সে দুই হিংস্র প্রাণীর হাত থেকে এযাত্রায় প্রাণে বেঁচে যায়। সে পালিয়ে যেতেই তুমাল লড়াই বাঁধে হয়না ও চিতার মধ্যে। ধীরে ধীরে এক দল হয়না ঘিরে ধরে চিতাকে। খুবই ভয়ংকর পরিস্থিতির চিতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই হর হিম করা লড়াইয়ের ভিডিও।

https://youtu.be/Zq9QjDWYybU?si=_zoSCpRLCR9qNrJp