‘মির্জাপুর’ ওয়েবসিরিজে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে কলকাতার বাঙালি তরুণী

20240712 104736

তার জন্ম কলকাতার এক বাঙালী পরিবারে, তবে তিনি এখন রাজত্ব করছেন গোটা ভারতবাসীর মনে। বিখ্যাত ওয়েবসিরিজ ‘মির্জাপুর’এ অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। এছাড়াও কাজ করেছেন অমিতাভ বচ্চনের মতোন তারকার সাথে।

আজ আমরা কথা বলছি অভিনেত্রী অনংশা বিশ্বাসের সম্পর্কে। ১৯৯০ সালের ২১শে ফেব্রুয়ারী কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাবা-মা, ভাই ও বোনের সাথে কলকাতাতেই থাকতেন। সেখান থেকে নিজের স্কুল ও কলেজের পড়াশোনা সম্পূর্ণ করেন অভিনেত্রী।

ছোট থেকেই অভিনয়ের প্রতি তুমুল আগ্রহ ছিল তার। ১৭ বছর বয়সে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। ২০০৭ সালে সোহা আলি খান এবং শাইনি আহুজা অভিনীত ‘খোয়া খোয়া চাঁদ’ ছবিতে শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় করতে দেখা যায় তাকে। অভিনয় শিখতে ২০১০ সালে মুম্বাই পাড়ি দেন অনংশা।

সেখানে গিয়ে থিয়েটারে কাজ শুরু করেন। সুযোগ পান নাসিরউদ্দিন শাহ, শেফালী শাহের মতোন অভিনেত্রীর সাথে থিয়েটার করতে। সেখানে কিছুদিন থাকার পর অভিনয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন সিডনিতে। সেখানে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসেন মুম্বাই।

‘বেনি অ্যান্ড বাবলু’, ‘লভ সভ দে চিকেন খুরানা’, ‘আশ্চর্যচকিৎ’, ‘ফ্রড সাঁইয়া’, ‘ট্যাক্সি নম্বর ২৪’ এর মতো একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে মুক্তি পায় ‘মায়া ২’ নামক ওয়েবসিরিজ। সেখানে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান।

এরপর ২০১৮ সালে ‘মির্জাপুর’ নামক ওয়েবসিরিজ তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সেখানে জারিনা নামক এক চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘মির্জাপুর ২’ ও ‘মির্জাপুর ৩’এ কাজ করতে দেখা যায় তাকে। এছাড়াও তিনি কাজ করেছেন ‘হস্টেজেস’, ‘কালা’র মতোন ওয়েবসিরিজে।