স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সেই তথ্য সকলকে জানিয়েছেন তিনি। আর সেখানেই তার পাশে থাকার বার্তা দিয়েছেন আরেক ক্যান্সারজয়ী অভিনেত্রী মহিমা চৌধুরী। ক্যান্সারের তৃতীয় পর্যায়ে রয়েছেন হিনা।সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজেই পোস্ট করেছেন তিনি। আর সেখানে মহিমা মন্তব্য করেন, ‘অনেক ভালোবাসা তোমায় হিনা। শক্ত থেকো তুমি। আমি জানি, তুমি খুবই সাহসী। তুমি একজন যোদ্ধা। আর আমি জানি, তুমি সুস্থ হয়ে উঠবে। লক্ষ লক্ষ মানুষ তোমার আরোগ্য কামনা করছেন। এই সময়টা আমি তোমার হাত শক্ত করে ধরে রাখবো।’
তার এই পোস্টে কমেন্ট করে আরোগ্য কামনা করেছেন অন্যান্য অভিনেত্রীরাও। যে তালিকায় রয়েছেন মৌনি রায়, দিশা পরমার, করিশ্মা তান্না থেকে শুরু করে অন্যান্যরা। হিনা তার পোস্টে লিখেছেন, ‘গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীকে কিছু গুরুত্বপূর্ণ খবর জানাবো। আমার স্তন ক্যান্সার ধরা পড়েছে। তৃতীয় পর্যায়ে রয়েছে।’
সেই পোস্টে আরো লেখেন, ‘সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠবো। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, আমার পরিবার-পরিজন ও ভালোবাসার মানুষেরা আমার পাশে আছেন।’
View this post on Instagram
উল্লেখযোগ্য, এক সময় স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন “পরদেশ’ খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী। যে কারণে একের পর এক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে দীর্ঘদিন লড়াই করে জয়ী হয়ে ফিরেছেন। বর্তমানে তিনি ক্যান্সারমুক্ত।