টাকে লাগালেই চুল গজাবে! জানুন কি পাতা

Bald hair will grow! Know what the leaf is

সময়ের সাথে সাথে মানুষের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। মূলত জীবনশৈলী পরিবর্তনের কারণেই তাদের নানন সমস্যার সম্মুখীন হতে হয়। যার মধ্যে অন্যতম হলো অকালে চুল ঝরে যাওয়া। বর্তমানে বেশিরভাগ মানুষই এই একটি সমস্যায় ভুগছেন।

যার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা দামী দামী হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও কোনো ফলাফল পাচ্ছেন না। তবে আজ আমরা এমন একটি পাতার কথা বলবো যেটি মাথায় লাগালে আপনার চুল গজানোর পাশাপাশি চুল কালো, লম্বা, ঘন হয়ে উঠবে।

এই পাতার নাম হলো কেশুতী বা কালোকেশী পাতা। স্নানের আগে এই পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে সেটা কিছুক্ষণ মাথায় লাগিয়ে রাখুন। দেখবেন কয়েকদিনের মধ্যেই নতুন চুল গজানোর পাশাপাশি চুল ঘন এবং কালো হয়ে উঠবে।

এছাড়াও তিলের তেল বা নারকেল তেলের মধ্যে পাতার রস মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন। কিছুদিনের ব্যবহারেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে শুধু চুলেই নয় যাদের ভ্রু হালকা তারা এই রস ভ্রুতে লাগালে ঘন, কালো ভ্রু পাবেন।

আসলে আমাদের পরিবেশের মধ্যেই এমন উপাদান রয়েছে যেগুলি ব্যবহার করলে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এই ব্যস্ততার জীবনে মানুষ বাজার থেকে বিভিন্ন প্রোডাক্ট এনে ব্যবহার করতে পছন্দ করেন। তবে একটু কষ্ট করলেই প্রাকৃতিক পদ্ধতিতে সমস্যার সমাধান করা যায়।

আরও পড়ুন,
*কম বয়সী সঙ্গীকে মানিয়ে নেওয়ার নিয়ম, জানেন না অনেকেই
*খাসির মাংস একদম নরম তুলতুলে হবে, জানুন রান্নার নিয়ম