সৃজিতের কারনে, ভয়ে বাড়ি ছাড়লেন মিথিলা!

Because of Srijit Mukherjee, Rafiath Rashid Mithila left home in fear! know the reason

সৃজিতের কারনে, ভয়ে বাড়ি ছাড়লেন মিথিলা!Sangbad Bhavan

বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। টলি পাড়ার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাদের বিয়ে হয়েছে বেশ কিছু বছর কেটে গিয়েছে।

একে অপরের বাড়িতে আসাযাওয়া করেন। সম্প্রতি মিথিলা একটি সত্য সামনে এনেছেন যা শুনে চমকে যাবেন অনেকেই। মিথিলা জানান তিনি তার স্বামীর কারণে বহুদিন ধরে ঘর ছাড়া।

তার এমন কথায় অবাক না হয়ে পারা যায় না। কিন্তু সৃজিত কী এমন করেছেন যার কারণে মিথিলা বাড়িতে ফিরতে পারছেন না৷ মিথিলা জানান সৃজিত একজন সর্পপ্রেমী। তিনি সাপ ভালোবাসেন। সাপের প্রতি সৃজিতের আলাদা একটা ভালোবাসা রয়েছে বলেও জানান মিথিলা।

কি কারনে ভয় পাচ্ছেন মিথিলা?

Because of Srijit Mukherjee, Rafiath Rashid Mithila left home in fear! know the reason

Srijit Mukherji

মিথিলা বলেন, বাড়িতে প্রথমে একটি সাপ ছিল। এরপর সৃজিতের এত ভালো লাগতে শুরু করে যে এরপর সে চারটে পাইথন সাপ নিয়ে আসে। মিথিলা জানান, সৃজিতের আরও সাপ বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

Because of Srijit Mukherjee, Rafiath Rashid Mithila left home in fear! know the reason

Srijit Mukherji

আর এই সাপের ভয়ে বাড়ি ছাড়া হয়েছেন মিথিলা। তার কথায়, “এত সাপ ঘরে থাকলে ভয় পাওয়াটা স্বাভাবিক। সাপের কারণে সত্যি আমি ভয়ে আছি। সৃজিতের সাপের জন্য কয়েকমাস বাড়িও যাইনি। এজন্য আমাকে একপ্রকার বাড়ি ছাড়া বলতে পারেন৷”

আরও পড়ুন,
*জনপ্রিয় অভিনেত্রী হয়ে গেলেন ‘কল গার্ল’? প্রকাশ্যে বললেন, ‘আমি গর্বিত’, জানুন আসল ঘটনা
*বৃহস্পতি গমন, ১লা মে থেকে ৩ রাশির ভাগ্য চমকাবে