Dadagiri 10: সুতির শাড়ি বিক্রি করে বছরে ৬০ কোটি টাকা রোজগার করছেন এক বঙ্গতনয়া! কী অবাক হলেন তো? ভাবছেন শাড়ি বিক্রি করে কীভাবে এতো টাকা রোজগার করা সম্ভব? তবে সম্প্রতি এই তথ্যই তিনি তুলে ধরেছেন ‘দাদাগিরি’র মঞ্চে। কথায় আছে ‘শাড়িতেই নারী’। যদিও সাম্প্রতিক সময়ে নারীদের শাড়ি পরতে খুব একটা দেখা যায় না।
তবে বেহালার মেয়ে সুজাতা ফের সুতির শাড়ির ট্রেন্ড ফিরিয়ে এনেছেন। তিনি সেখানে জানান কীভাবে কর্পোরেট চাকরি ছেড়ে বর্তমানে হাজার হাজার তাঁতিদের নিয়ে তার নিজস্ব ব্র্যান্ড চালাচ্ছেন। তার ব্র্যান্ডের নাম ‘সুতা’, দুই বোন সুজাতা এবং তানিয়া নামের আদ্যাক্ষর থেকে এই নামটি তৈরি হয়েছে।
তবে শুরু থেকে কিন্তু তারা ভাবেননি তারা শাড়ির ব্র্যান্ড খুলবেন। ইঞ্জিনিয়ারিংয়ের পর এমবিএ করেছেন সুজাতা। এরপর বেশ কিছু সময় কর্পোরেট অফিসে চাকরিও করেছেন। সেই সময়কার একটি অভিজ্ঞতা তুলে তিনি বলেন, ‘আমি যখন অফিসে শাড়ি পরে যেতাম সবাই বলতো কোনো বিয়েবাড়ি, নেমন্তন্ন বাড়ি বা পুজো রয়েছে কিনা।’
তবে তিনি ভাবতেন শাড়ি পরায় এমন কী রয়েছে? তার মায়েরাও শাড়ি পরতো। এরপর তিনি বলেন, ‘আমি ভাবলাম আমার ব্যবসায়ী জ্ঞানকে ব্যবহার করি। আমি আর আমার বোন কলকাতা এসে তাঁতির বাড়ি যাই, সেটা ২০১৬ সাল। প্রথমে মাত্র দু’জন তাঁতি যোগ দিয়েছিল। বর্তমানে আমাদের সঙ্গে কাজ করা ১৭ হাজার তাঁতির মধ্যে ৬৫ শতাংশই মহিলা।’
১৬ হাজার তাঁতি এবং ২৬০ জনের টিম তাদের। সুতির শাড়ির ব্যবসার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের শরীর সুতি শাড়িই চায়। সবথেকে আরামদায়ক হলো সুতির শাড়ি। আমি গর্বিত যে, আবার সুতির শাড়ি পরার ট্রেন্ড ফিরিয়ে আনায় আমাদের একটু হলেও যোগদান আছে।’ বর্তমানে দেশ-বিদেশে তার শাড়ির চাহিদা রয়েছে।
আরও পড়ুন,
*পুত্র সন্তান জন্মের পর নতুন চমক! কী ঘটল মোহর-দুর্নিবারের জীবনে, ভাইরাল ছবি
*নববর্ষের আগেই সুফল পাবে ৪ রাশি, আসবে টাকা! বুধ-রাহু যুতিতে এই এপ্রিল লাকি কারা?