Dadagiri 10: সৌরভ গাঙ্গুলীকে বিয়ের প্রস্তাব! সোশাল মিডিয়ায় হু হু করে ভাইরাল ভিডিও

Dadagiri 10: সৌরভ গাঙ্গুলীকে বিয়ের প্রস্তাব! সোশাল মিডিয়ায় হু হু করে ভাইরাল ভিডিও

দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার অবসান! ‘দাদাগিরি’র মঞ্চে অবশেষে সৌরভ গাঙ্গুলীকে মনের কথা জানালেন তার এক ভক্ত। সম্প্রতি এই এপিসোডের প্রোমো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে সৌরভকে প্রেমের প্রস্তাব দিতে দেখা গিয়েছে এক ভক্তকে।

মঞ্চে উঠে প্রথমে তিনি তাকে লাল এবং হলুদ গোলাপ দেন। তারপর বলেন, ‘অষ্টম শ্রেণি পর্যন্ত আমি বিশ্বাস করতাম তোমার সঙ্গে আমার বিয়ে হবে।’ যা শুনে সুলগ্না বন্দ্যোপাধ্যায় নামক ওই ভক্তের উদ্দেশ্যে দাদা বলেন, ‘কোথায় ছিলে এতোদিন?’

আরও পড়ুন,
*দিদি নম্বর ওয়ানে’ আসছেন বাংলার দিদি, দাদার ঘরনি! গান, প্রশ্ন, লুচিভাজায় খেলা হবে, কবে?
*টলিউডের ফের সানাই, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন ও শ্রীময়ী, কবে?

বর্তমানে যদিও সুলগ্না বিবাহিত তবে সৌরভের প্রতি তার ভালোলাগা আজও কমেনি। তিনি আরো বলেন ‘প্রতিবছর তোমার জন্মদিনে আমি পায়েস বানাতাম। আর সেটা আমার বরকেই খাওয়াতাম। বিগত ২৬ বছর ধরে আমার লালন করা স্বপ্ন আজ পূরণ হলো।’

এখানেই শেষ নয়, প্রোমোর শেষে দেখা যায় সৌরভকে জড়িয়ে ধরেছেন তিনি। তার এই স্বপ্নপূরণে উচ্ছ্বসিত সুলগ্না। যদিও এই প্রথম নয় এর আগেও অনেকেই ‘দাদাগিরি’র মঞ্চে এসে জানিয়েছেন সৌরভের প্রতি তাদের ভালোলাগার কথা। এমনকি তাকে বিয়ে করার স্বপ্নও দেখেছেন তারা।

এই প্রোমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। যেখানে একজন লিখেছেন এই পর্ব দেখার জন্য তিনি অপেক্ষা করে আছেন। আবার আরেকজন লিখেছেন, ‘এনারা কত ভাগ্যবান যে সৌরভকে এতো কাছ থেকে দেখতে পান এবং কথা বলতে পারেন।’ বর্তমানে এপিসোডটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

আরও পড়ুন,
*সাংসদ মিমি চক্রবর্তীর ইস্তফা পত্র প্রসঙ্গে বিস্ফরক মন্তব্য করলেন রুদ্রনীল, কী বললেন বিরোধী দলনেতা?
*কর্ণ জোহরের সিরিজ়ে ওটিটিতে আত্মপ্রকাশ বাংলার ঝিলমের, ইউটিউব ছেড়ে এ বার কি অভিনয়েই মন?