দুর্গা পুজো উপলক্ষে মহালয়া থেকে দশমী পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন, কী কী আয়োজনের ব্যবস্থা করা হয়েছে দশ দিন ধরে? জানুন

দীঘায় জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে একের পর এক অনুষ্ঠান যা বাঙালির দীঘার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তুলছে। এবার দীঘার জগন্নাথ ধামে দুর্গা পুজো উপলক্ষে মহালয়ার সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ আয়োজন। মহালয়া থেকে একেবারে দশমী পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরের তরফে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে, মহালয়া থেকে দশমী পর্যন্ত প্রতিদিন পুজার্চনা, নামগান ও ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে।

দীঘায় জগন্নাথ মন্দিরে এহেন আয়োজনে এবার স্থানীয় ও দূরদূরান্ত থেকে ভক্তরা মন্দিরে ভীড় জমাচ্ছেন। দুর্গা পুজো উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দিরে এহেন আয়োজনের কারণ কী? কলকাতা ইসকনের-সহ সভাপতি ও দিঘা জগন্নাথধাম ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারামন দাস জানাচ্ছেন, সুভদ্রা দেবী দুর্গার একটি রূপ। এর পাশাপাশি সুভদ্রা প্রভু জগন্নাথ দেবের বোন। এর পাশাপাশি তিনি লক্ষ্মী ও কালিকা-সহ মাতৃকার নানা রূপের প্রতীক। এই কারণে মহালয়ার পুজোতে সুভদ্রার ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেবী সুভদ্রার মধ্যে মহিষাসুরমর্দিনী দুর্গা ও কালিকা দেবীর নানা রূপ সন্নিবিষ্ট থাকে। আর এই কারণে মহালয়া থেকেই আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের। জগন্নাথ ধামে মহালয়ার পূর্ণ তিথিতে দেবদেবীর বিশেষ শোভাযাত্রা হয়। দীঘার জগন্নাথ মন্দিরের সন্ন্যাসীরা এই বিশেষ পোশাক তৈরি করে এনেছেন। মহালয়ার দিন সকাল থেকেই প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য লম্বা লাইন পড়েছিল দীঘায়।

এর পাশাপাশি সকাল থেকেই ভক্তিমূলক ভজন ও কীর্তনে মন্দির প্রাঙ্গন একেবারে জমজমাট। সকাল থেকেই ইসকনের সন্নাসীরা গান পরিবেশন করছেন। আর ভক্তদের ভীড় ক্রমশ বেড়ে চলেছে। পাল্লা দিয়ে পর্যটকেরাও উপভোগ করছেন এই পরিবেশ। সকালের পাশাপাশি সন্ধ্যা বেলাতেও চলবে এই অনুষ্ঠান। এক টানা দশদিন ধরে সকাল ও সন্ধ্যায় এই অনুষ্ঠান চলবে দীঘার জগন্নাথ মন্দিরে। আর এই কারণে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। এই অনুষ্ঠান দেখতে ভীড় করছেন শয়ে শয়ে দর্শক।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক