I can't bear anymore, Arijit cried in pain

গানের জগতে জনপ্রিয় নাম অরিজিৎ সিং। প্লেব্যাক সিংগার হিসেবে বর্তমানে ভারতের জনপ্রিয় শিল্পীদের তালিকায় তিনি সবার প্রথমে থাকবেন তা নিঃসন্দেহে বলাই যায়। বলিউডে যেকোনো নতুন চলচ্চিত্র মুক্তি পেলে তাতে অরিজিৎ-এর গানের জন্য অপেক্ষা করে থাকেন তার শ্রোতারা। দীর্ঘ বেশ কয়েকবছর ধরে টলিউড ও বলিউডে নিজের জনপ্রিয়তার গ্রাফ ধীরে ধীরে বৃদ্ধি করেছেন তিনি।

কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। এই দিনটি দেখার জন্য অরিজিৎ-কে পরিশ্রম করতে হয়েছে। দীর্ঘদিন মুম্বাই শহরের মাটি আঁকড়ে পড়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গে এক গ্রামে সাধারণ একটি পরিবারে বড় হওয়া একটি ছেলে মুম্বাই গিয়ে শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছেন বহুদিন। আর তার জন্য তিনি প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এ।

যদিও শো-এর বিজেতা হিসেবে তিনি শ্রেষ্ঠ হননি কিন্তু অনবরত অনুশীলনের মধ্যে দিয়ে আজ তিনি নিজের নাম গোটা দেশের মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছেন। ‘ফেম গুরুকুল’-এর অন্যতম বিচারক ছিলেন ইলা অরুণ। একসময় তিনি অরিজিৎ-এর সঙ্গে কিছু কারণ বসত কথা বলা বন্ধ করে দেন।

আর এরপর অরিজিৎ তার কাছে হাত জোর করে ক্ষমা চান। অরিজিৎ বারবার বিচারককে অনুরোধ করেন তার সঙ্গে কথা বলার জন্য। তিনি কোনো ভুল করলে বিচারক যেনো তাকে ক্ষমা করে দেন। ইলা অরুণ জানান, তার পূর্ণ অধিকার রয়েছে কারোর উপর রাগ বা অভিমান করার৷ তাই কিছু ভেবেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

অরিজিৎ সেইসময় কান্নায় ভেঙে পড়েন। অরিজিৎ জানান, তিনি বিচারকের থেকে শিখতে চান। তার কাছ থেকে তালিম নেবেন, নতুন কিছু শিখবেন। আর সেই ভিডিও ক্লিপস্ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

The reason Arjit singh is so down to earth
byu/Left_Bee5657 inBollyBlindsNGossip

আরও পড়ুন,
*ফ্রিজ ছাড়াই কনকনে ঠান্ডা হবে জল, তৃষ্ণা মেটানোর সেরা উপায়
*বাইক চালান? শরীরের খেয়াল রাখুন এই ভাবে