জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের বাকবিতন্ডায় এবার মুখ খুললেন জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস, কী বললেন তিনি

কিছুদিন ধরে নেট দুনিয়ায় টলি পাড়ার ছোটো পর্দার একটি ঘটনা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জুটি হিসেবে কাজ করছেন জীতু কমল ও দিতিপ্রিয়া রায়। তাদের অসমবয়সী প্রেমের সমীকরণ দর্শকদের মন ছুঁয়ে গেলেও বর্তমানে তারকা জুটির মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। জীতু কমলের কিছু কথা যা দিতিপ্রিয়া সমর্থন করতে পারে না। আর তারপরই এই সমস্যার সুত্রপাত।

দিতিপ্রিয়া নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছেন। অপরদিকে জীতু কমল নিজের স্বচ্ছতাকে সকলের সামনে আনতে হোয়াটসঅ্যাপে তার সহ অভিনেত্রীর সঙ্গে কথপোকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন। আর এই বাকবিতন্ডার মাঝে এবার জীতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাস মুখ খুললেন। নবনীতা দাসের সঙ্গে জীতুর বিবাহবিচ্ছেদ হয় ২০২৩ সালে। এরপর দু’জনে নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন।

যদিও নবনীতা জীতুর সঙ্গে সম্পর্কের ইতি টানলেও স্বামীর প্রতি তার আস্থা অটুট রয়েছে। জীতু ও দিতিপ্রিয়ার ঘটনাকে কেন্দ্র করে নবনীতার মন্তব্য, “ওকে নিপাট ভালো মানুষ বলেই চিনি। আমাদের সম্পর্ক থাকাকালীনও এরকম কিছু করেনি জীতু যার জন্যে ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। এরকম অভিযোগ শুনে অবাকই হচ্ছি! আসলে জীতু সেটে বরাবরই কম কথা বলে। নিজের মতো থাকে অধিকাংশ সময়। ওর ব্যক্তিত্ব সেরকম নয়। তবে জীতুর রসবোধ সূক্ষ্ম। বেশি কথা বলে বোঝাবার প্রয়োজন হয় না।”

HshsjjJsn

দিতিপ্রিয়ার খারাপ লাগা প্রসঙ্গকেও একেবারে উড়িয়ে দেননি অভিনেত্রী নবনীতা দাস। তার কথায়, “দিতিপ্রিয়া বয়সে অনেকটাই ছোট। কারও নিছক রসিকতা ওর খারাপ লাগতেই পারে। কার কতটা ইয়ার্কি-ঠাট্টা নেওয়ার ক্ষমতা থাকবে, সেটা তো ঠিক করে দেওয়া যায় না। অতঃপর ওর খারাপ লাগলে সেটাও উড়িয়ে দেওয়া অনুচিত হবে।” এদিকে ধারাবাহিকের নায়ক নায়িকাদের বাস্তবে এমন বাকবিতন্ডার পরেও ধারাবাহিকটি আর এগিয়ে যাবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

error: Content is protected !!