স্বামীর পরকীয়া, তার আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই সব কিছু পেরিয়ে বর্তমানে মুক্ত জীবন উপভোগ করছেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লিখলেন, ‘আশাই হলো জীবনের শক্তিশালী দড়ি।’
যার দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছেন জীবনের প্রতি হাল ছাড়া যাবে না সব সময় আশা বজায় রাখতে হবে। অন্যদিকে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আশিস ঘোষ নামক এক ব্যক্তি তার সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিলেন। যা দেখার পর সকলেই মনে করেছিলেন হয়তো নতুন জীবন শুরু করলেন পিঙ্কি।
তবে সেই বিষয়ে একটি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, সেসব মিথ্যে। ইতিমধ্যেই তিনি এই প্রোফাইলটিকে রিপোর্ট করেছেন এবং সেটি বন্ধ হয়ে গিয়েছে। আপাতত তিনি কোনো নতুন সম্পর্কে জড়াতে চান না বলেই স্পষ্ট দাবী করেছেন। তার বেশিরভাগ সময়টাই কাটছে ছেলে ওশকে নিয়ে।
ভালো আছেন তিনি। গত ১০ই জানুয়ারী কাঞ্চন মল্লিকের সাথে বিচ্ছেদ হয়েছে পিঙ্কির। তার ঠিক কয়েকদিন পরেই ১৪ই ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজের সাথে আইনি বিয়ে সারেন অভিনেতা। ২রা মার্চ বিয়ের পিঁড়িতে বসেন তার থেকে ২৭ বছরের ছোট অভিনেত্রীর সাথে। বিয়ের পর যে তারা চুটিয়ে প্রেম করছেন তা বোঝা গিয়েছে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই।
আসলে সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় অভিনেত্রী শ্রীময়ী। যেখানে তিনি প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করেন। এই যেমন কিছুদিন আগেই তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে বলেন তিনি ঘুমোতে পারছেন না বলে তার স্বামী তাকে গল্প পড়ে শোনাচ্ছেন। তা নিয়েও কম সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন,
*নরম তুলতুলে, মুচমুচে! বর্ষার রাতে কাঞ্চনকে কি খাওয়ালেন শ্রীময়ীর মা