KBC: কেবিসির নতুন ধারাবাহিক সিজন নিয়ে দর্শকদের মধ্যে ভয়ানক উৎসুক। অমিতাভ বচ্চনের পরিচালনায় এই শো-এর মূল ইউএসপি। কেবিসিতে বিগ বসের সামনে গরম আসনে বসে থাকতে মুখচোরা প্রতিদ্বন্দ্বিতারা। তাদের সাথে অমিতাভ বচ্চন যেমন হাসিমজা করেন, প্রয়োজনে দৃঢ়ও হতে পারে। কেবিসির ১৬ নং ঋতুতে এক প্রতিদ্বন্দ্বি বড়ো ভুল করে ফেলায় যথাযথ পদক্ষেপ নিয়েছে অমিতাভ বচ্চন। কথায়কথায় ফেঁসে গিয়ে বলেন, সময় মতো বিয়ে না হলে আত্মীয় স্বজনদের কাছে বোঝা হয়ে যায় মেয়েরা।
এইরকম মহিলা-ঈর্ষাকারী ভাবনার বিপক্ষে রুখে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। কৃষ্ণা সেলুকর নিজের সংগ্রাম নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, করোনা মহামারীর সময় কর্মহারায় তিনি। ইঞ্জিনিয়ারিং- এর ডিগ্রি থাকলেও জীবিকাহীন হয়কৃষ্ণা সেলুকর। সেই সময় নিজের অবস্থা বোঝাতে গিয়ে তিনি জানান, ‘মহাশয়’ যেমন একটা সময় পর আইবুড়ো কন্যারা তাঁর পরিজনের বোঝা হয়ে ওঠে, তেমনি কর্মহীন পুরুষও পরিজনদের কাছে বোঝা। এই কথার পরিপ্রেক্ষিতে নজর যায় অমিতাভ বচ্চনের। তিনি সাথে সাথে প্রতিবাদ করে বলেন, ‘আপনাকে একটি কথা বলি,কন্যা সন্তানরা কখনো বোঝা হয় না। কন্যা সন্তান পরিবারের অহংকার।’ এই কথাতেই ওই প্রতিদ্বন্দ্বিতার অনুশীলন করেন অমিতাভ বচ্চন।
নিজের পরিবারের মহিলাদের এগিয়ে রাখে অমিতাভ। কন্যা বা নাতনি তাদের তিনি অহংকার বিগ বস। আগে সবসময় পুত্রবধূর সুখ্যাতি করে থাকতেন। বর্তমানে যদিও ঐশ্বর্য রায় বচ্চনের পারিবারিক সমস্যার কারণে পুত্রবধূকে এড়িয়ে যেতে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। সেই দিন খুব ভালো খেলে ১২.৫ লক্ষ টাকা লাভ করেন কৃষ্ণা।
তবে ২৫ লাখের উত্তর দিতে গিয়ে বাঁধা পরে যায় সে। হাতে কোনো লাইফলাইন না থাকায় মাঝামাঝি খেলা ছাড়তে বাধ্য হয় সে। ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW নিয়ে প্রশ্নের সম্মুখীন হয় কৃষ্ণা। র-এর প্রথম চিফ, আর এন রাও আফ্রিকার কোন দেশে ইন্টালিজেন্স সার্ভিস চালু করতে সে দেশের রাষ্ট্রপতি কোয়ামে এনক্রুমাহ-কে সমর্থন করেছিলেন। চারটি অপশন ছিল – A: লিবিয়া B: ঘানা C: কেনিয়া D: নাইজেরিয়া।
খেলা মাঝপথে ত্যাগ করার পর কৃষ্ণাকে একটি অপশন বেছে নিতে বলেন। অনুমান করা সঠিক উত্তরে ঢিল মারলেন প্রতিদ্বন্দ্বি। তার উত্তর ছিল ঘানা যা ছিল একদম সঠিক উত্তর। সোম থেকে শুক্র রাত ৯ টায় সনি এন্টারটেইনমেন্ট দূরদর্শনে প্রচারিত হচ্ছে কেবিসি। এছাড়াও সনি লিভ অ্যাপেও দেখা যায় এই কুইজ শো।
আরও পড়ুন,
*মাত্র ৩১ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিলেন বারিন্দর শ্রান
*অলিম্পিকে জোড়া পদক জয়, KBC-তে এসে মায়ের স্বপ্নপূরণের কথা জানালেন মানু