গরমের তীব্র দাবদাহ থেকে বাঁচতে আইসক্রিম খেতে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি তিনি ভাগ করে নিয়েছেন। টেলি ইন্ডাস্ট্রি হোক বা টলিউড সবেতেই নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই কাজ করেছেন একাধিক সিনেমা ও ধারাবাহিকে।
তবে অভিনয়ের থেকে সবথেকে বেশি তিনি জনপ্রিয় তার নাচ এবং ফ্যাশন স্টেটমেন্টের জন্য। যে কোনো পোশাকই হোক না কেন, সবেতেই সাবলীল এই অভিনেত্রী। তাইতো মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। যেখানে ভাগ করেন তার একাধিক ছবি থেকে শুরু করে ভিডিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া সেরকমই কয়েকটা ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে তাকে দেখা গেছে নীল রংয়ের ক্যামিও এবং শর্টস পরিহিত অবস্থায়। খোলা চুল, চোখে কালো ফ্রেমের চশমায় দারুণ লাগছিল এই অভিনেত্রীকে দেখতে। আর তার হাতে রয়েছে একটি অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম।
যার ক্যাপশনে লিখেছেন, ‘না না আমি কোনও সমুদ্রের ধারে নেই তাও আবার এই তীব্র তাবপ্রবাহে। পাগল নাকি। আমি বাড়িতেই আছি আর আমার আইসক্রিম খাচ্ছি।’ আসলে সময় পেলে কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। তাই আগে থেকেই বলে দিয়েছেন কোথাও ঘুরতে যাননি বরং বাড়িতেই রয়েছেন।
উল্লেখযোগ্য, কিছুদিন আগেই তাকে দেখা দিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায়। এই সিনেমাটি মূলত মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে। মনামীকে দেখা গিয়েছে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকা। যেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তার।
আরও পড়ুন,
*এই গরমের মধ্যে রাস্তায় অটো চালাচ্ছেন পরমব্রত, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও
*Arijit Singh: গান গাইতে গাইতে হঠাৎ হাতজোড় করে কাকে প্রণাম করলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও