‘ঠাকুর’ নয়! তাহলে রবীন্দ্রনাথের আসল পদবি কি? জানুন

Not 'Tagore'! So what is Rabindranath's real name? get to know

আজ ২৫শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। আর এই দিনে গোটা দেশ জুড়ে কবিগুরুর জন্মদিন পালন করা হবে। স্কুল, কলেজ কিংবা যেকোনো সাংস্কৃতিক পীঠস্থানে পালিত হবে কবিগুরুর জন্মদিন। এর পাশাপাশি জোড়াসাঁকো যা কবিগুরুর জন্মস্থান এবং শান্তিনিকেতনে কবিগুরুর জন্মতিথিকে পালন করা হয় প্রতি বছর।

আজকের এমনই এক দিনে ১২৬৮ বঙ্গাব্দে ২৫শে বৈশাখ উত্তর কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার জীবনী নিয়ে নতুন করে কিছু বলার নেই। সকলেই এই মহান সাহিত্যিক, ঔপন্যাসিক ও মনিষী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে অবগত। সাহিত্যের জগতে রবীন্দ্রনাথ ঠাকুর এক বহুমুখী প্রতিভা। একের পর এক গল্প, কবিতা, উপন্যাস, অজস্র ছোটো গল্প লিখেছেন তিনি।

আজও বাংলার মানুষ কবিগুরুর সাহিত্যের প্রতি অনুরাগী। এই বাংলার গণ্ডি, ভারতের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে নিজের সাহিত্য সৃষ্টিকে উপস্থাপিত করেছেন তিনি। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে পুরস্কৃত হয়েছেন নোবেল পুরস্কারে। এর পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামে দেশের মানুষকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার সাহস জুগিয়েছেন। নিজেও ছিলেন একজন সহযোদ্ধা।

১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনায় ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন তিনি। কিন্তু এই মহান ব্যক্তিত্বের একটি বিষয় অনেকেই জানেন না৷ রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবী ঠাকুর নয়। ঠাকুর বাড়ি ছিল ব্রাহ্মণ। পরবর্তীকালে ব্রাহ্ম হয়৷ ব্রাহ্মণ থাকাকালীন এক প্রাণীর মাংসের গন্ধ শুঁকেছিলেন ওই পরিবারের চার ভাই।

এরপর তাদের সমাজ থেকে একঘরে করে দেওয়া হয়। আগে তাদের পদবী ছিল কুশারী। এদিকে একঘরে হওয়ার পর চার ভাই রতিদেব কুশারী, কামদেব কুশারী, শুকদেব কুশারী এবং জয়দেব কুশারী সুন্দরবনে চলে আসেন। এরপর সেখানে তারা গরীব মানুষদের সাহায্য করতেন। তারপর সেখানের লোকেরা তাদের ‘ঠাকুর’ বলে সম্বোধন করেন। এরপর থেকেই তাদের পদবী হয় ঠাকুর।

আরও পড়ুন,
*গৃহশিক্ষক ছাড়াই মাধ্যমিকে তৃতীয় বীরভূম কন্যা, দিনে কতক্ষন পড়ত পুষ্পিতা?
*কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত বইছে তৈমুর আলী খানের শরীরে!