মাত্র এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলীর। এরই মাঝে সোহিনীর প্রাক্তন সম্পর্ক নিয়ে জলঘোলা সোশ্যাল মিডিয়ায়। এমনকি একাধিক কটাক্ষ করা হয়েছে তাকে। সম্প্রতি সেই নিয়ে মুখ খুলেছেন সোহিনী। রীতিমতো প্রাক্তন রণজয়কে খোঁচা দিয়ে কথা বলেছেন তিনি।
সোহিনীর প্রথম অভিযোগ তার প্রাক্তন নাকি মিডিয়া বাইট দেওয়া ছাড়া কিছুই করছে না। এমনকি ব্যক্তিগতভাবে বিয়ের শুভেচ্ছাও জানায়নি সে। পাশাপাশি তিনি দ্বিতীয় প্রশ্ন করেন ২০২২ সালে ‘গুড্ডি’ ধারাবাহিক করার পর থেকেই তাদের মধ্যে কেন দূরত্ব শুরু হলো? এসব কথার পর তার সাথে যোগাযোগ করা হয়েছিল সংবাদমাধ্যমের তরফ থেকে।
সবকিছু শোনার পর রণজয় বলেন, ‘এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার সাথে একসময় সোহিনীর সম্পর্ক ছিল। যে কোনো সম্পর্কই কোনো না কোনো কারণেই তো ভাঙে। যতক্ষণ সে আমার গার্লফ্রেন্ড বা আমার প্রাক্তন ছিল ততক্ষণ সে নিয়ে আমায় প্রশ্ন করা যেত। তবে এখন সে অন্য কারোর স্ত্রী। কোনো কিছু নিয়ে আমার দায় নেই।’
এরপর তাকে যখন জিজ্ঞেস করা হয় গুড্ডিতে যোগ দেওয়ার পরই কেন তাদের সম্পর্ক ভাঙলো? সে বিষয়ে রণজয় বলেন, ‘আমি যদি উত্তর দেওয়ার কথা ভাবি তাহলে অনেকের জন্য সেটা ভালো হবে না। সেটা আমি চাইনা। একটা জিনিস সবসময় মনে রাখবেন পৃথিবীতে এক হাতে তালি বাজে না। আমার কাউকে কিচ্ছু প্রমাণ করার নেই।’
একইসাথে তিনি সকলের উদ্দেশ্যে বলেছেন তাদের জন্য ট্রোল না করা হয়। কারণ, অতীত সবারই থাকে তবে ভবিষ্যতে সুন্দরভাবে বাঁচার অধিকারও সকলের রয়েছে। উল্লেখযোগ্য, দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন রণজয়-সোহিনী। তবে হঠাৎ করেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সোহিনী বিয়ে করেন শোভন গাঙ্গুলীকে।