‘…জীবনের অন্যতম সেরা সম্মান’, গর্বিত ভারতের পতাকাবাহী পিভি সিন্ধু

kmc 20240727 210142 anFCtemV76

২০২৪ সালের অলিম্পিক খেলার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হলো প্যারিসের আইফেল টাওয়ারের সন্নিকটে। এই অনুষ্ঠানে গোটা বিশ্বের একাধিক দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। একাধিক খেলার মধ্যে দিয়ে চলবে এই অলিম্পিক গেমস্। বিভিন্ন দেশের প্রতিযোগীরা যেমন হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে তেমনই ভারতের প্রতিযোগীদেরও দেখা গিয়েছে।

একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা গিয়েছে স্যেন নদীর বুকে ভেসে আসা বোটে জাতীয় পতাকা হাতে নিয়ে সকলের আগে দাঁড়িয়ে রয়েছেন পি ভি সিন্ধু ও সরৎ কমল। অলিম্পিক গেমস-এ ভারতের দুই পতাকাবাহী। তারা জানালেন, দেশের হয়ে পতাকাবাহী হয়ে তারা অনেক গর্বিত। এর পাশাপাশি সিন্ধু বলেন, “লক্ষ লক্ষ মানুষের সামনে জাতীয় পতাকা হাতে নিতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা সম্মান।”

এবছর ভারতের হয়ে ৭৮ জন ক্রীড়াবিদ ও সাপোর্ট স্টাফ অংশ নেবেন ২০২৪-এর অলিম্পিক গেমসে। সিন্ধু এই বিষয়ে বলেন, “অলিম্পিক ভিলেজে আসতে পেরে আমি দারুণ গর্বিত। এটা আমার তৃতীয় অলিম্পিক্স। প্রতিযোগিতা শুরু হওয়ার দিকে তাকিয়ে আছি। ভারতের পতাকাবাহক হতে পেরে আমি দারুণ গর্বিত। লক্ষ্য থাকবে, দেশের হয়ে আর একটি পদক জেতার।”

এবার পঞ্চম অলিম্পিকস্-এ নামছেন শরৎ কমল। তিনিও সিন্ধুর মতন গর্বিত। তার কথায়, “গত তিন-চার মাস ধরে এই মুহূর্তটার অপেক্ষা করে আছি। এই দৃশ্যটা কল্পনা করে গিয়েছি। যত ওই মুহূর্তটা সামনে আসছে, তত আমি উত্তৈজিত হয়ে পড়ছি। আরও ভাল লাগছে সিন্ধুর সঙ্গে এই দায়িত্বটা ভাগ করে নিতে পেরে।”

আরও পড়ুন,
*২৫,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে! বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি নতুন প্রকল্প চালু করলেন?