শক্তিশালী ব্যাটারির সঙ্গে ঝাঁ চকচকে ক্যামেরা, Oppo-এর 5G স্মার্টফোনের সেরা ডিজাইন চমকে দেবে
গ্রাহকদের জন্য আরও একটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে এলো ‘Oppo’, যেটির নাম ‘Oppo F25 Pro 5G’। আগামী 5ই মার্চ থেকে এই ফোনটি কিনতে পারবেন গ্রাহকেরা।
ফিচার্স : এতে রয়েছে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে।
প্রসেসর হিসেবে এতে পাবেন MediaTek Dimensity 7050।
যদি আমরা র্যাম দেখি তাহলে এতে LPDDR4x RAM এবং UFS 3.1 স্টোরেজ উপলব্ধ।
ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা।
ফোটোগ্রাফির জন্য এতে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার। এছাড়াও সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপ সামলাতে রয়েছে 5,000mAh ব্যাটারী। যা 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এছাড়া যদি আমরা অন্যান্য ফিচার দেখি তাহলে পাবেন 5G কানেকশন, ব্লুটুথ, ওয়াই-ফাই, ইনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ধুলো ও জল প্রতিরোধের জন্য IP65 রেটিং-সহ একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন ইত্যাদি।
দাম: ওশেন ব্লু এবং লাভা রেড রঙে উপলব্ধ এই ফোনের দাম
8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট- 23,999 টাকা।
8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট- 25,999 টাকা।