Payel letest Haryanvi dance

আরো একটি গানে নেচে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল পায়েল চৌধুরী নামক এক শিল্পী। এর আগে তাকে জনপ্রিয় নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে দেখা গিয়েছে। তবে বর্তমানে তিনি নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন তার দক্ষ নাচের মাধ্যমে।

হরিয়ানায় রাগিনী অনুষ্ঠানগুলি ভীষণই জনপ্রিয়। যেখানে বিভিন্ন শিল্পীদের নাচ প্রদর্শন করতে দেখা যায়। তাদের মধ্যেই একজন হলেন পায়েল চৌধুরী। সেরকমই একটি রাগিনী অনুষ্ঠানে দক্ষ নৃত্যশিল্পীর পরিচয় দিয়েছেন তিনি। এদিন তাকে সাদা-কালো সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় নাচতে দেখা যায়।

‘ঠুমকা নলকা’ গানে তার সেই অসাধারণ নাচ যে উপস্থিত দর্শকেরা ভীষণভাবে উপভোগ করেছেন তা বোঝা গিয়েছে তাদের উচ্ছ্বাস দেখেই। যদিও এই রাগিনী অনুষ্ঠান কোথাকার তা জানা যায়নি। সেটি কয়েক মাস আগেই আপলোড করা হয়েছে ইউটিউবে।

ইতিমধ্যেই সেই ভিডিও দেখে ফেলেছেন ৫০ লাখেরও বেশি মানুষ। আর সেখানে নানানরকম প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন দর্শকেরা। আপনাদের জানিয়ে রাখা ভালো এই গানটি কিন্তু হরিয়ানার অতিপরিচিত একটি গান। তাইতো সেই গানের নাচ দর্শকেরা ভীষণভাবে উপভোগ করেছেন।

উল্লেখযোগ্য, বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা লাভ করা যায়। এখন আর কোনো তৃতীয় প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না নিজের প্রতিভা প্রকাশ্যে আনার জন্য। নাচ, গান থেকে শুরু করে যে কোনো প্রতিভা থাকলে তা সহজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা যায়।

আরও পড়ুন,
*Haryanvi: স্টেজে উঠে ‘সুরমা কালা’ গানে অঙ্গ দেখিয়ে দুর্দান্ত কায়দায় নাচলেন হরিয়ানভি ড্যান্সার
*Bhojpuri: ভোজপুরি গানে আম্রপালি -নিরহুয়ার রসালো রোমান্স, ইন্টারনেটে হু হু করে ভাইরাল ভিডিও