সৌরভের 'দাদাগিরি'কে বাজিমাত করলো রচনার ‘দিদি নম্বর ১’!

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার টেলিভিশনের টিআরপি’র তালিকা প্রকাশ করা হয়। কোন শো কত রেটিং পেয়ে কোন স্থান অধিকার করলো তা জানার অপেক্ষায় থাকেন সকলেই। যে তালিকায় পরিচালক, প্রযোজক, অভিনেতা থেকে শুরু করে রয়েছেন অনুরাগীরাও।

টেলিভিশনে মূলত দুই ধরনের শো চলে। যার একটি নন-ফিকশন এবং অপরটি ফিকশন। তবে স্টার জলসায় কোনো নন-ফিকশন শো নেই। এক্ষেত্রে শুধু জি-বাংলা’তেই তিনটি নন-ফিকশন শো রয়েছে। যেগুলি হলো ‘দিদি নাম্বার ওয়ান’, ‘দাদাগিরি’ এবং ‘ঘরে ঘরে জি-বাংলা’।

আরও পড়ুন,
*মুনাওয়ারের সঙ্গে একই গাড়িতে পার্টিতে এলেন সুস্মিতা-কন্যা! তাঁরা কি বন্ধু না কী তাঁর থেকেও বেশি কিছু?
*কন্যা গর্ভবতী, দায়ী বাবা! স্বামী’কে ফাঁসাতে জাল বুনে তাতে নিজেই জড়ালেন এক মহিলা

টিআরপি’র নিরিখে যদি আমরা তালিকা দেখি তাহলে

দিদি নাম্বার ওয়ান (রবিবার)- ৬.৫
দাদাগিরি- ৫.৩
ঘরে ঘরে জি-বাংলা- ১.৫

যার অর্থ হলো ‘দাদাগিরি’কে হারিয়ে এই সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে রচনা ব্যানার্জির ‘দিদি নাম্বার ওয়ান’। অন্যদিকে জানা গিয়েছে, বর্তমানে স্টার জলসায় কোনো নন-ফিকশন শো না থাকলেও খুব শীঘ্রই তারা সেটি আনতে চলেছে।

এবার যদি আমরা ফিকশন শো দেখি তাহলে-

প্রথম স্থান- জগদ্ধাত্রী (৮.৫)।
দ্বিতীয় স্থান- ফুলকি (৮.৩)।
তৃতীয় স্থান- গীতা এলএলবি।
চতুর্থ স্থান- নিম ফুলের মধু।
পঞ্চম স্থান- অনুরাগের ছোঁয়া।

যার দ্বারা এটাই স্পষ্ট যে বেশিরভাগ স্থানই জি-বাংলার ধারাবাহিকগুলি দখল করে রেখেছে।

আরও পড়ুন,
*Poonam Pandey: সার্ভিক্যাল ক্যান্সারের সরকারি ব্র্যান্ড অ্যাম্বাসেডর পুনম? কী নিশ্চিত জানাল স্বাস্থ্য মন্ত্রক?
*Death: শোকের ছায়া বিনোদন জগতে! প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের সহ অভিনেতা