ব্যালকনি ধরে উঁকি দিচ্ছে শুভশ্রী-কন্যা ইয়ালিনি

টলিউডের জনপ্রিয় দম্পতি হলেন শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। তাদের রয়েছে এক ছেলে ও এক মেয়ে নিয়ে ভরা সংসার। তাদের সংসারে গত বছর নভেম্বর মাসে নতুন সদস্য ইয়ালিনির আগমন ঘটে। এরপর থেকে তাদের আনন্দের শেষ নেই। যদিও জন্মের পর ৯ মাস কেটে গেলেও এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। ছেলের জন্মের পর থেকে সে সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে গিয়েছে।

তবে মেয়ের সময় একেবারে উল্টো পথে হাঁটছেন রাজ ও শুভশ্রী। ৪ঠা সেপ্টেম্বর সকালে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা গিয়েছে তার মেয়ে ইয়ালিনিকে। তাকে দেখা গিয়েছে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়ানোর চেষ্টা করতে। আর এই মূহুর্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভাগ করে নিলেন শুভশ্রী। তবে ইয়ালিনির মুখ দেখা যাচ্ছে না ভিডিওতে।

এর কিছুদিন আগে ছেলে যুভানের সঙ্গে খেলার মূহুর্তের একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে শুভশ্রীকে। সেখানে বোন ইয়ালিনিকে দেখা গিয়েছে। তবে তার মুখ দেখা যাচ্ছে না। শুধু দাদা যুভানের মুখ স্পষ্ট। রাজের কোলে বসে রয়েছে ইয়ালিনি। গতবছর নভেম্বর মাসে কন্যা সন্তানের জন্ম দেন শুভশ্রী। ছেলেী পর মেয়ে সন্তান ঘরে আসায় খুশি ছিলেন সকলেই।

যুভানের সঙ্গে ইয়ালিনির খুনসুটির কথা জানাতে গিয়ে রাজ বলেন, হাসপাতালে বোনকে দেখতে গিয়ে আনন্দে উত্তেজিত হয়ে পড়েছিল যুভান। তার খেলার সঙ্গি বলে কথা। তবে কি তাদের মধ্যে ঝগড়া খুনসুটি হয়? এর উত্তরে রাজ বলেন, দাদা বোনকে খুব ভালোবাসে। ভালোবাসে। চটকায়। ওর খেলার পুতুল।

Screenshot 2024 09 04 105214 1725427474266 a7EQrBeh9d

পরিবার প্রসঙ্গে বলতে গিয়ে রাজ বলেন, তার ও শুভশ্রীর কাছে পরিবার বিশেষ গুরুত্বপূর্ণ। তারা পরিবারকে সবসময় প্রথমের দিকে রাখেন। সারাদিন কাজ সেরে বাড়ি ফিরলেও তাদের সমস্ত ক্লান্তি নিমেষে দূর হয়ে যায়। ছেলে মেয়ে ও রাজের মাকে নিয়ে শুভশ্রী ও রাজের পরিবার আনন্দে কেটে যায়।

আরও পড়ুন,
*ডাক নাম দেন বিরাট কোহলি, ভারতীয় দলে অভিষেকের অজানা কাহিনি ৩৪ তম জন্মদিনে জানালেন শামি

error: Content is protected !!