'..religion change..' Panchmukh writer Taslima praises Zaheer-Sonakshi's marriage

বিশেষ আইনে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। হিন্দু বা মুসলিম কোনো রীতি মেনেই বিয়ে করেননি তারা। আর এই বিষয়টি নিয়ে এবার প্রশংসায় পঞ্চমুখ লেখিকা তসলিমা নাসরিন! এমনকি এই বিষয়ে তিনি শাহরুখ খান ও গৌরীর প্রসঙ্গ তুলে এনেছিলেন।

দীর্ঘ ৭ বছরের সম্পর্ককে পরিণতি দিয়েছেন এই জুটি। রবিবার নিজস্ব অ্যাপার্টমেন্টেই খুব কাছের মানুষদের সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করেছেন তারা। সেই সমস্ত ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে সেখানকার কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন, যাতে কোনো ট্রোলিংয়ের শিকার না হতে হয়।

তাদের বিয়ে নিয়ে তসলিমা ফেসবুক পোস্টে লেখেন, ‘জাহির ইকবাল আর সোনাক্ষী সিনহার বিয়ে হলো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। বিয়ের কারণে কারো ধর্মবিশ্বাস পরিবর্তন করতে হয়নি। জাহির নামাজ, রোজা করতে চাইলে করবে। আর সোনাক্ষীর যদি পুজো করতে ইচ্ছে হয় করবে। শাহরুখ খানের বাড়িতে তো এমনই হয়। মধুর যে কোনো সম্পর্কে ধর্ম তুচ্ছ ব্যাপার।’

এখানেই শেষ না তিনি আরো বলেন, ‘মুসলমানের সাথে অন্য কোনো ধর্মের মানুষের বিয়ে হলে সকলকে মুসলিম ধর্মই গ্রহণ করতে হয় অথচ মুসলমানরা নিজের ধর্ম পরিবর্তন করেন না। তার থেকে ভালো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করা। যে তার প্রেমিক বা প্রেমিকাকে ধর্ম বদলানোর জন্য চাপ দেয় তাকে বিয়ে না করাই ভালো।’

অন্যদিকে তাদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চলেছে নানান সমালোচনা। শোনা গিয়েছিল তাদের বাড়ি থেকে এই বিয়েতে মত ছিলো না কারোর। খানিকটা সেই ছবি দেখা গিয়েছে বিয়ের দিন। কারণ, বিয়েতে শত্রুঘ্ন এবং তার স্ত্রী পুনম থাকলেও সোনাক্ষীর যমজ দুই ভাই উপস্থিত ছিলেন না।