আগামী ৬ই মার্চে বিয়ে হওয়ার ক্থা ছিলো কিন্তু তার বদলে ২রা মার্চ বিয়ে সম্পন্ন হল টলিউড অভিনেতা ও তৃনমুল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং টলিউডের ছোটো পর্দার পরিচিত মুখ শ্রীময়ী চট্টরাজের। হঠাৎ করে নির্ধারিত তারিখের চার দিন আগে বিয়ে করলেন তারা।
![Sreemoyee-Kanchan got married on 2nd March](https://sangbadbhavan.com/wp-content/uploads/2024/03/20240303_142903.jpg)
এদিকে কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের পার্থক্যের জন্য সমাজ মাধ্যমে আলোচনা কম হয়নি। এক প্রকার সমাজ মাধ্যমের কটাক্ষকে বুড়ো আঙুল।
২রা মার্চ শুভ বিবাহ সম্পন্ন করল কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের আগের মুহূর্তের কিছু ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় দেখুন সেই ছবি