kmc 20240712 122601

দেখতে দেখতে বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজোর দিন এগিয়ে আসছে। প্রতি বছরের মতন এবছরও বাঙালি মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শুনে সকাল শুরু করবে। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো। এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে৷ তবুও মানুষের এসবে ভক্তি যেনো দিন দিন বেড়েই চলেছে। প্রতি বছর মানুষের একটি আগ্রহ থাকে এবছর পুজোয় কাকে টেলিভিশনের পর্দায় দুর্গা রূপে দেখা যাবে।

দেবী দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে

তবে এবারও দেবী দুর্গা রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রীকে। এবার দুর্গা রূপে সাজাতে তেমন মুখ খুঁজে চলেছে চ্যানেলগুলিও। প্রতি বছর মহালয়ার ভোরে জোর টক্কর চলে প্রতিটি চ্যানেলে। কোন চ্যানেলে কে দুর্গা হবেন তা নিয়ে সকলেরই আগ্রহ থাকে চরমে।

আরও পড়ুন,
*‘ভালো প্রেম করতে পারে’, শুনে ভ্যাবাচ্যাকা খেলেন রাজ! কার কথা বললেন শুভশ্রী?

দুর্গা রূপে শুভশ্রীকে কোন চ্যানেলে দেখতে পাবেন

এবার শুভশ্রী তাই তার ভক্তদের নিরাশ করেননি৷ ২০২১ ও ২০২২-এর পর ফের ২০২৪-এ তিনি ফিরছেন পর্দায়। দেবী দুর্গার অবতারে পর্দায় ধরা দেবেন তিনি৷ গত বছর অন্তঃসত্ত্বা থাকার কারণে দুর্গা রূপে তাকে দেখা যায়নি। একবছর পর তিনি আবার ফিরছেন পর্দায়। এবার জি বাংলার মহালয়া স্পেশাল অনুষ্ঠানের নাম হবে ‘নবরূপে দেবী দুর্গা’।

মহিষাসুরমর্দিনী হয়ে সকলের সামনে হাজির হবেন শুভশ্রী

সেখানেই মহিষাসুরমর্দিনী হয়ে সকলের সামনে হাজির হবেন শুভশ্রী। তাই এবার শুভশ্রী ভক্তরাও এটি শুনে খুশি। ছোটোবেলায় শুভশ্রীর কাছে মহালয়া এক নস্টালজিয়া। সেইসময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শুনে সকাল শুরু করাই ছিল তার প্রথম কাজ। বড় হওয়ার সাথে সাথে শৈশবের সেই স্মৃতিগুলিও তার মনে ভিড় করে আসে।

এখন তিনি নিজেই দেবী দুর্গা রূপে সকলের সামনে হাজির হন। জি বাংলার পর্দায় দেবী দুর্গা রূপে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলিকে। তবে স্টার জলসায় কে হবেন দেবী দুর্গা তা জানা যায়নি। তা নিয়ে জোর জল্পনা চলছে। গতবছর যদিও কোয়েল মল্লিককে দেখা গিয়েছিল। এবছর কাকে দেখা যাবে তা এখনও জল্পনা।

আরও পড়ুন,
*৭ বছর লুকিয়ে লুকিয়ে প্রেম, তার পর বিয়ে! বরের জন্মদিনে গোপনা কথা ফাঁস কোয়েলের