Subhasree: মায়ের ‘আদর্শ’ পুত্র! স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ ইউভানের, ভিডিও ভাগ করে নিলেন গর্বিত মা

Subhasree: একমাত্র ছেলে ইউভানের জন্য গর্বিত মা তথা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সম্প্রতি তারই কিছু ঝলক তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কাজের যতই চাপ থাকুক না কেন ছেলেমেয়ের জন্য সময় দিতে কখনোই ভোলেন না এই অভিনেত্রী। সংসার এবং কাজ খুব ভালোভাবেই ব্যালেন্স করেছেন তিনি।

দেখতে দেখতে তার ছেলে পাঁচ বছর পূর্ণ করেছে। কয়েকদিন আগেই ছেলের জন্মদিন মহা-আড়ম্বরের সাথে পালন করেছেন তিনি। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ছেলের একটি বিশেষ পারফরম্যান্সের ভিডিও। আসলে বিভিন্ন স্কুলগুলিতে পুজোর সময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেরকম ইউভানের স্কুলেও একটি বিশেষ শারদীয়া উৎসব আয়োজিত হয়েছিল। সেখানেই পুজোর গানে পারফরম্যান্স করতে দেখা যায় কচিকাঁচাদের। যেখানে অংশগ্রহণ করেছিল ইউভান। একেবারে আদর্শ বাঙালী সাজে দেখা গিয়েছে তাকে। পরনে ছিল সাদা ধুতি ও সাদা পাঞ্জাবী।

অপটু ভঙ্গিতে সেই নাচ পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। তবে এতোগুলো কচিকাঁচার এই দৃশ্য ভীষণই আনন্দ দিয়েছে ভক্তদের। কারণ, বাচ্চারা যে কোনো কান্ডকারখানা করে থাকলেই সেগুলি অনেক বেশি আনন্দ দেয়। সেরকমটাই হয়েছে ইউভানের ক্ষেত্রে। তাইতো এই ভিডিও দেখার পর প্রত্যেকের মুখে একটাই কথা, ‘ভীষণ মিষ্টি।’

উল্লেখযোগ্য, ছেলেমেয়ের যে কোনো মুহূর্ত ভরপুর উপভোগ করেন শুভশ্রী এবং রাজ। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন সপ্তাহে অন্তত একদিন বেরিয়ে পড়েন এদিক-ওদিক। একইসাথে বাচ্চাদের সাথে স্কুলেও যেতে দেখা যায় তাদের। সবমিলিয়ে বলতে গেলে রাজ এবং শুভশ্রী আদর্শ বাবা-মা এর উদাহরণ।

error: Content is protected !!