Subhasree-Yalini: আবারও সোশ্যাল মিডিয়ায় উঠে এলো অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) এবং তার কন্যা ইয়ালিনীর (Yalini) একটি মিষ্টি মুহূর্ত। যেটি ক্যামেরাবন্দী করেছেন তার স্বামী রাজ চক্রবর্তী। অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় এই জুটি। নিত্যদিন তারা তাদের নানান মুহূর্তগুলিকে ভাগ করে নেন সকলের সাথে।
বিশেষ করে তার কন্যা ও পুত্র সন্তানের আদুরে মুহূর্তগুলিকে তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। সেরকমই একটি ভিডিও পোস্ট করেছেন রাজ। খুব সম্ভবত কোনো একটি রিসর্টে বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। বন্ধু-বান্ধবের সাথে গান, খাওয়া-দাওয়া, আড্ডায় মেতে উঠেছিলেন তারা।
যে ভিডিও তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় শুভশ্রীর কোলে ইয়ালিনী শিল্পীর গান উপভোগ করছেন। এরপর তাতে বেশ মিষ্টি এক্সপ্রেশন দিতেও দেখা যায় তাকে। তবে যখন সে দেখে তার বাবা ক্যামেরাবন্দী করছেন তখনই লজ্জায় মা’কে জড়িয়ে ধরে।
আসলে ক্যামেরার সামনে ভীষণই লজ্জা পায় সে। অন্যদিকে ইউভান আবার সেখানে উপস্থিত সকলের সাথে খুনসুটিতে মেতে উঠেছিল। দৌড়াদৌড়ি, হাসিঠাট্টা নিয়েই ব্যস্ত ছিল সে। সেই দৃশ্যও তুলে ধরেছেন রাজ। সবমিলিয়ে এই ভিডিওটি দেখে তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। আসলে তাদের শৈশব দর্শকেরা বেশ উপভোগ করছেন।
যদিও কী উপলক্ষ্যে এই পার্টির আয়োজন করা হয়েছিল তা জানা যায়নি। তবে সেখানে যে সকলে ভরপুর উপভোগ করেছেন তা স্পষ্ট। মূলত ইন্ডাস্ট্রির কিছু বন্ধু-বান্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন। যেখানে কিছু চেনা মুখও দেখা গিয়েছে। আপাতত এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।
#Subhasree #Raj #Yalini #Yuvaan
