টলিউডে তার ২০ বছর অতিক্রান্ত। শুরুর দিন থেকে আজ পর্যন্ত ফিল্মি কেরিয়ারে তার অনবরত উত্থান চোখে পড়ার মতন। তিনি হলেন টলি পাড়ার জনপ্রিয় তারকা সুপারস্টার দেব। আর তারই উদযাপনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাজো সাজো রব ছিল আগে থেকেই। এদিন সন্ধ্যায় প্রতীক্ষায় দর্শক যখন প্রহর গুনছেন সেইসময় মঞ্চে ‘রঘু’ হাজির হলেন। রাজকীয় ভঙ্গিমায় মঞ্চে সকলের সামনে এসে দাঁড়ালেন দেব। তবে এদিনের সন্ধ্যা অন্যান্য ছবি মুক্তির সন্ধ্যার থেকে একটু আলাদা।
তার কারণ টলিউডে অভিনয়ের রাজত্বে দেবের কুড়ি বছর অতিক্রান্ত হয়েছে। আর তাই এতদিনের পথচলা নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন দেব। আর তার এই সাফল্যের জন্য যারা সবথেকে বেশি দায়ী তারা আর কেউ নন, সামনে বসে থাকা দর্শকেরা। আর তাদের উদ্দেশ্যে দেব বলেন, “এখন আমার বুক চিরে কেউ যদি দেখত তাহলে বুঝত আমি এখন ঠিক কতটা গর্ব বোধ করছি। আমার দর্শকের জন্যও আমার গর্ব হচ্ছে।”
আরও পড়ুন,
জুবিন গর্গের প্রয়াণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা অসম সরকারের
তবে ২০ বছরের টলিউডে রাজত্ব করার উদযাপন যেনো দেব একটু অন্যভাবেই করলেন। তার এতদিনের রুপোলী পর্দায় অভিনয় করা অভিনেত্রীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন তিনি। আর তাদের মধ্যে ছিলেন নুসরাত জাহান, কোয়েল মল্লিক, পুজা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তি চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক অভিনেত্রী। এর পাশাপাশি আগামী ছবি ‘রঘু ডাকাত’-এর নায়িকা ইধিকা পালকে সঙ্গে নিতে ভোলেননি দেব।
আরও পড়ুন,
অভদ্রের মতো ফের প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী! ফলাও করে জানালেন সোশ্যাল মিডিয়ায়
সকলের সঙ্গে মঞ্চে নাচের মধ্যে দিয়ে উদযাপন করলেন দেব। আর দেবের এতদিনের কেরিয়ারে তারা অংশীদার হতে পেরে যে আপ্লুত তা স্পষ্ট তাদের অভিব্যক্তি দেখে। এদিন প্রত্যেকেই দেবকে তার এতদিনের কেরিয়ারের জন্য যেমন ভালোবাসা জানান, তেমনই আগামী দিনগুলিতে দেব যাতে আরও সাফল্য লাভ করে তার জন্য শুভেচ্ছা জানান। মঞ্চে কোয়েল মল্লিক, নুসরাত জাহান, শ্রাবন্তি চট্টোপাধ্যায় সকলের সঙ্গে নাচ করে মঞ্চ মাতালেন দেব।
তবে দেবের কেরিয়ারে এতজন অভিনেত্রীদের মধ্যে একজন অভিনেত্রীকে দেখতে পাওয়া যায়নি। সকল দর্শকের চোখ যেনো তাকেই খুঁজছিল। তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলি। তিনিও দেবের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। তার পাশাপাশি আগস্ট মাসে মুক্তি পাওয়া ছবি ‘ধূমকেতু’-র প্রচারেও দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখা গিয়েছে। এদিনও অনেকেই আশা করেছিলেন দেবের সঙ্গে মঞ্চে দেখা যাবে শুভশ্রীকেও। কিন্তু সে আশা যেনো আশাই রয়ে গেলো।
