মুখে একটুও হাসি নেই, চোখে কাজল পরা এই কিশোরী এখন টেলিভিশনে নায়িকা, চিনতে পারলেন?

মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় তারকাদের ছোটোবেলার ছবি ভাইরাল হয়। সেই ছবিতে তারকার ছোটোবেলা ফুটে ওঠে। এই ছবি ফ্যানপেজ থেকেও ভাইরাল হয় আবার কখনও সেই তারকা নিজেই ছবিটি পোস্ট করেন। এবার তেমনই একটি ফ্যান পেজ থেকে একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, চুল টেনে বাঁধা, কানে দুল ও মুখে মিষ্টি হাসির একটি মেয়েকে দেখা যাচ্ছে।

চোখে কাজল পরা এই কিশোরী এখন টলিউডে ছোটো পর্দায় প্রথম সারির অভিনেত্রী। এই তারকা অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য্য। তার একটি ফ্যান পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। সম্প্রতি তিনি একটি নতুন ধারাবাহিকে অভিনয় শুরু করতে চলেছেন। আর সেই ধারাবাহিকটি হলো ‘কোন গোপনে মন ভেসেছে’। এই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। এই ধারাবাহিকে শ্বেতার চরিত্রের নাম ‘শ্যামলী’।

টেলিভিশনের পর্দায় একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘সিঁদুরখেলা’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’ সহ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। এরপর ২০২২ সালে ‘প্রজাপতি’ ছবির হাত ধরে বড় পর্দায় প্রবেশ করেন তিনি। অনেক কষ্ট করে আজ তিনি এই জায়গায় পৌঁছেছেন। নিজের প্রতিভার জোরে আজ তিনি টলি পাড়ার সফল অভিনেত্রী৷

‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন দেব, মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর সহ অনেক তারকাই। সেই ছবিতে শ্বেতার অভিনয় বেশ সাড়া পায়। এরপর তাকে ‘ফাটাফাটি’ ছবিতে আবীর ও ঋতাভরীর সঙ্গে অভিনয় করেছেন। একসময় তাদের সংসারে অনেক অভাব ছিল। নুন আনতে পান্তা ফুরাতো। কিন্তু এখন অবস্থা সচ্ছল হয়েছে। এখন তাদের পরিবারে খুশির হাওয়া।

she 1 omcALIeb5o

বর্তমানে শ্বেতা ভট্টাচার্য্য ব্যক্তিগত জীবনে রুবেল দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের একাধিক ছবি পোস্ট করতে দেখা যায়। বর্তমানে তারা দু’জনেই টলি পাড়ায় ছোটো পর্দায় অভিনয় করেন।

আরও পড়ুন,
*‘যৌনতার জন্য নয়’, চারদিকে শুধু পরকীয়া, কী কামনা করেন উত্তম কুমারের নাতবৌ?