প্রথমে টেলিভিশনের পর্দায় ‘মিঠাই’ ধারাবাহিক দিয়ে আত্মপ্রকাশ। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। সুযোগ এসেছে বড় পর্দায় অভিনয় করার। নিজের অভিনয় দক্ষতার জেরে তিনি সকলের মন জয় করে নিয়েছেন অল্প কয়েকদিনেই। তিনি হলেন সৌমিতৃষা কুন্ডু। ছোটো পর্দায় অভিনয় করার পর বড় পর্দায় অভিনেতা দেবের সঙ্গে একইসঙ্গে কাজ করেছেন তিনি।
এবার ‘হইচই’ প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করতে চলেছেন সৌমিতৃষা। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর আসন্ন ওয়েব সিরিজ ‘কালরাত্রি’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌমিতৃষাকে। আগামী ৬ই ডিসেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের স্ট্রিমিং শুরু হতে চলেছে। আর তার আগেই স্টার কাস্টের উপস্থিতিতে ওয়েব সিরিজ ‘কালরাত্রি’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান পালিত হল ধুমধাম করে।
এই নতুন ওয়েব সিরিজে সৌমিতৃষার চরিত্রের নাম ‘দেবী’। যেখানে তাকে দেখা যাচ্ছে লাল বেনারসি পরনে, মাথায় সোলার মুকুট, পরনে নববধূর সাজ। সিরিজের কাহিনি অনুযায়ী, বিয়ের দিন প্রথম নতুন বউ জানতে পারে তার স্বামীর জীবনে বিপদ আসন্ন। এরপরই তার পরিবারে খুন হয়।
এদিকে নতুন সংসার করার স্বপ্ন নিয়ে আসা দেবীর জীবন একেবারে ওলটপালট হয়ে যায়। এমন ঘগনার পিছনে কী কারণ, কেনই বা এমন ঘটল তা নিয়েই এই ওয়েব সিরিজ। সৌমিতৃষাকে নতুন চরিত্রে দেখার জন্য আগ্রহী তার ভক্তরাও। সিরিজটি পরিচালনা করছেন অয়ন চক্রবর্তী।
সৌমিতৃষা নিজেও বেশ আনন্দিত তার নতুন কাজ নিয়ে। তিনি জানিয়েছেন, “কালরাত্রির হাত ধরে আমার ওয়েব সিরিজে আত্মপ্রকাশ। তাই এই সিরিজটা আমার হৃদয়জুড়ে রয়েছে। দর্শক আমার এই নতুন কাজ দেখবে। তার জন্য আমি সত্যিই আর অপেক্ষা করতে পারছি না। স্ট্রিমিং শুরুর অপেক্ষায় দিন গুনছি।”