অবশেষে দেখতে দেখতে পাঁচ বছরে পদার্পণ করল টলি পাড়ার জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির প্রথম সন্তান ইউভান চক্রবর্তী। রাজ ও শুভশ্রীর দ্বিতীয় সন্তান ইয়ালিনিও ধীরে ধীরে বেড়ে উঠছে। আধো আধো কথাও বলতে পারে সে। তাই অনর্গল বকে চলে সুযোগ পেলেই। এবার দাদার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতেও ভুললো না খুদে ইয়ালিনি। তার নাম বলার ধরন দেখে নেট দুনিয়ায় সকলেই হেসে লুটোপুটি।
ইয়ালিনিকে দেখা গেলো দাদা ইউভানকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানাতে। টলমল পায়ে হাঁটতে হাঁটতে দাদাকে হ্যাপি বার্থ ডে বলল ইয়ালিনি। যদিও সেটি খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু ভালোবাসায় ভরা শুভেচ্ছা তা ছোটো বোন অস্পষ্টভাবে বললেও ইউভান সেটিই গ্রহণ করে নিয়েছে। আর সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে নিমেষেই।
ভিডিওতে দেখা গেলো ইউভান ও ইয়ালিনি টিশার্ট ও হাফ প্যান্ট এবং বুট পরে দাঁড়িয়ে রয়েছে। আর সেইসময় বোন ইয়ালিনি তার দাদাকে শুভেচ্ছা জানায়৷ ইউভান ছোটোবেলা থেকেই নেট দুনিয়ায় জনপ্রিয়। আরও ভালোভাবে বলতে গেলে সে পৃথিবীতে আসার আগে থেকেই নেট দুনিয়ায় তার জনপ্রিয়তা চোখে পড়ার মত। এরপর ধীরে ধীরে সে যখন বেড়ে উঠতে শুরু করেছে সেইসময় রাজ ও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি ও ভিডিও দিয়েছেন অবিরাম।
আর সেই ছবি ও ভিডিও নেট দুনিয়ার মানুষও ভালোবাসতে শুরু করেন। এভাবেই যেনো জনপ্রিয় হয়ে উঠেছে ইউভান। এদিকে ইউভানের পাঁচ বছরের জন্মদিনে রাজ-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটে সকাল থেকেই ব্যস্ততা। জানা যাচ্ছে, ইউভানের ‘অ্যাভেঞ্জার্স’ পছন্দ তাই তার জন্মদিনের থিম সাজানো হয়েছে সেইভাবেই। বিকেলে ইউভানের বন্ধুদের নিয়ে একটি পার্টিরও আয়োজন করা হয়।