‘খুব অচেনা… এতটা রাজনীতি কবে শিখে গেলেন? লজ্জা করে না!’ আরজি কর কাণ্ডে তুলোধনা দেবকে

kmc 20240820 175501 47UsoLn44q

টলিউডের অভিনেতা তিনি। মানুষের জননেতাও বটে। তিন বার টানা লোকসভা আসনে সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সাংসদ হয়েছেন তিনি। কিন্তু শহরের বুকে যখন এমন এক নির্মম ঘটনা গিয়েছে সেইসময় মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন টলিউড অভিনেতা দেব। কলকাতার বুকে এক ব্যস্ততম সরকারি হাসপাতালে ঘটে গিয়েছে এক নৃশংস ঘটনা। আর সেই ঘটনার প্রতিবাদ লক্ষ লক্ষ মানুষ পথে নেমে এসেছেন।

টলি পাড়ার বহু তারকারা নেমেছেন পথে। সকলের একটিই দাবি ‘বিচার চাই’। কিন্তু এমন পরিস্থিতিতে দেব রীতিমতো কুলুপ এঁটেছেন মুখে। কোনোরকম প্রতিবাদ তাকে করতে দেখা যায়নি। একবারের জন্য তিনি পথে নামছেন না। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তাকে কোনোরকম প্রতিবাদ করতেও দেখা যাচ্ছে না। যদিও বর্তমানে তিনি তার বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্রের সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়েছেন।

সেখানে ঘুরতে গিয়ে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও দেখা যাচ্ছে তাকে। কিন্তু আর জি করের ঘটনা নিয়ে তাকে কোনো পোস্ট করতে দেখা যায়নি। যদিও নিজের আগামী ছবি ‘খাদান’-এর মুক্তির দিন বাতিল করেছেন তিনি। এর পাশাপাশি জানান আর জি কর কান্ডের সময় কোনোরকম আনন্দ অনুষ্ঠান সাজে না। কিন্তু ওটুকুই। এরপর তাকে আর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য থেকে দেশ। প্রতিবাদের আগুন ছড়িয়েছে দেশ থেকে দেশের বাইরে। প্রতিবাদে সামিল হয়েছেন সর্বস্তরের মানুষ। পথে নেমে এসেছেন টলিউডের একাংশ তারকা। সকলের মুখে একটিই কথা তারা বিচার চায়। এর পাশাপাশি নারী নিরাপত্তা নিশ্চিত করতে ও কর্মক্ষেত্রে নারীরা যাতে সুরক্ষিত থাকে সেই পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

dev 2 12 DnfXkfw79D

কিন্তু এই আবহে দেবের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। যদিও ঘুরতে যাওয়ার পর একের পর এক ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তিনি। সেখানেই অনেকে কমেন্ট করেছেন, “কী করে সিনেমায় সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন? লজ্জা করে না?” আরেকজন লিখেছেন, “খুব অচেনা লাগছে তোমায় এতটা রাজনীতি কবে শিখে গেলে? বড্ড বদলে গেছো।”

আরও পড়ুন,
*বন্ধুত্বের ১২ বছর, কী বার্তা দিলেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ