বিরাট কোহলি লুকিয়ে অবনীত কৌরের ছবি দেখেন? জল্পনা উস্কে দিয়ে কী বললেন অভিনেত্রী

বলি পাড়ায় এখন বেশ জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন অবনীত কৌর। যদিও তিনি পর্দার সামনে ছোটোবেলা থেকেই অভিনয় করে চলেছেন। কয়েক মাস আগে তিনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। আর তার মূলে রয়েছেন জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। জানা যাচ্ছে, মাস কয়েক আগে ‘ভুলবসত’ ক্রিকেট তারকা বিরাট কোহলি অবনীত কৌরের ছবিতে লাভ রিয়্যাক্ট করে ফেলেন। আর এরপরই চর্চায় উঠে আসেন বিরাট কোহলি।

স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে তাকে নিয়ে আবেগঘন পোস্ট করতে দেখা যায় বিরাট কোহলিকে। সেইদিনই অবনীতের একটি লাস্যময়ী ছবিতে বিরাটের লাইক পড়ে যায়। আর এরপর একটি স্টোরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিরাট। সেখানেই তিনি স্পষ্ট করেন কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে অবনীতের ছবিতে লাইক পড়ে গিয়েছিল। আর এরপরই চর্চায় উঠে আসেন অবনীত কৌর।

বিরাট এটিকে প্রযুক্তিগত ত্রুটি বললেও নেট দুনিয়ার মানুষ সেটি মানতে নারাজ। বরং ‘ভুলবসত’ অবনীত কৌরের ছবিতে বিরাটের লাইক পড়া নিয়ে বেশ হইচই পড়ে যায় নেট দুনিয়ায়। অবনীতের সেই ছবিতে বিরাট পত্নী অনুষ্কা শর্মাকে সকলে মেনশন করতে শুরু করেন। যদিও বিরাট তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন প্রযুক্তিগত ত্রুটির কারণে এমন কাজ হয়ে গিয়েছে।

jsjsjjzjs

দীর্ঘদিন বাদে সেই আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী অবনীত কৌর। সম্প্রতি মুম্বাইতে নিজের ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’-এর সাংবাদিক অবনীত। সেখানেই এক সাংবাদিক অবনীতকে প্রশ্ন করেন, এত বড় তারকা আপনার ছবি দেখেন ও ভালোবাসা দেন, আপনি কী বলবেন? এর উত্তরে মিষ্টি হেসে অবনীত লেখেন, “ব্যাস এভাবেই যেনো ভালোবাসা পেতে থাকি।” তবে কি বিরাট লুকিয়ে অবনীতের ছবি দেখেন? জল্পনা যেনো ফের উস্কে দিলেন অভিনেত্রী।

error: Content is protected !!