মাসে এক-দু দিন স্নান করে! বিয়ের ৪০ দিনেই ডিভোর্স চাইলো স্ত্রী

আমরা রোজকার জীবনের অনেক ঘটনায় শুনতে পাই যেমন কোথাও স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি এবং তার থেকে ডিভোর্স আবার কোথাও স্বামীর পরকীয়া বা স্ত্রীর পরকীয়া। শশুর শাশুড়ির অশান্তির জন্য অনেক মহিলায তার স্বামীর বাড়ি ছেড়েছে।

কিন্তু আজকের ঘটনা সম্পূর্ণই অন্যরকম। আগ্রার এক মহিলা তার বিবাহের ৪০ দিনের মাথায় তিনি পারিবারিক পরামর্শ কেন্দ্রে গিয়ে জানিয়েছেন যে তিনি তার স্বামীর সঙ্গে আর থাকতে পারবেন না একসঙ্গে।

স্ত্রী বিয়ের ৪০ দিন পরই সরাসরি গিয়ে পারিবারিক পরামর্শ মহলে জানিয়ে দিয়েছেন যে তিনি তার স্বামীর সঙ্গে আর এক মুহূর্ত থাকতে পারবেন না এর কারণ হিসেবে। তিনি প্রথমে বলেছেন যে তার স্বামীর খুবই বাজে এবং নোংরা স্বভাব রয়েছে আর তাই তিনি উনার সাথে থাকতে রাজি নন।

তিনি বলেছেন যে তার স্বামী নাকি মাসে এক দুবার স্নান করেন। আর তাই তিনি তার স্বামীর সঙ্গে থাকতে পারবেন না। তিনি আরো বলেছেন যে এই অস্বাস্থ্যকর পরিবেশে এবং তার স্বামী এই নোংরা স্বভাব সাথে নিয়ে তিনি চলতে পারবেন না তাই তিনি বাপের বাড়িতে চলে এসেছেন এবং পার্শ্ববর্তী থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন।

স্বামীকে যখন পরামর্শ কেন্দ্র থেকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন আমি মাসে এক দুবার স্নান করি কিন্তু আমার বউয়ের কারণে আমি ছয় বার স্নান করেছি। আর স্বামী বলেছেন যে তিনি তার স্বভাব পরিবর্তন করে ফেলবেন কিন্তু তারপরেও তার বউ তার সঙ্গে থাকতে রাজি নয় এই বিষয় নিয়ে আবার বাইশে সেপ্টেম্বর কাউন্সিলিংয়ের জন্য তাদেরকে ডাকা হয়েছে।

আরও পড়ুন,
*খুব শীঘ্রই সুর এবং জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উদযাপন হবে টেলিভিশনের পর্দায়! ‘কউন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে দুই মহারথী