কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের জন্য আনা হয় একাধিক প্রকল্প। যেমন বাংলায় রয়েছে এমন একাধিক প্রকল্প। তবে সবথেকে জনপ্রিয় যে প্রকল্প তা হল লক্ষ্মীর ভান্ডার। এমনই আরও একটি প্রকল্প চালু করল সরকার। রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা আর্থিক সাহায্য পাবেন। সরকার মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তবে এই প্রকল্পের আওতায় আসার জন্য কয়েকটি শর্ত উত্থাপন করা হয়েছে। সেই শর্তের আওতায় যারা আসবেন তারাই পাবেন প্রকল্প আর্থিক সাহায্য। সোমবার ১লা জুলাই থেকে এই প্রকল্প
১) এই প্রকল্পের আওতায় আসতে গেলে সেই মহিলাকে হতে হবে মহারাষ্ট্রের বাসিন্দা।
২) দারিদ্র্যসীমার নীচে যেসব মহিলাদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে সমস্ত মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন।
৩) প্রকল্পের আওতায় আসা মহিলাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
৪) আয়কর প্রদানকারী মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না।
৫) যে মহিলাদের পরিবারের সদস্য সরকারি চাকরি করেন কিংবা পেনশন পান তারা এই সুবিধা পাবেন না।
৬) যে মহিলারা অন্যান্য সরকারি প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পান তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না।
৭) যে মহিলার পরিবারের সদস্য বর্তমান বা প্রাক্তন সাংসদ কিংবা বিধায়ক তারাও এই সুবিধার যোগ্য নন।
৮) যে মহিলার পরিবারে চার চাকার বাহন রয়েছে কিংবা পাঁচ একরের বেশি কৃষি জমি রয়েছে তারাও এই সুবিধার আওতায় আসবেন না।
এই প্রকল্পের আওতায় আসার জন্য যে যে নথিগুলি লাগবে তা হলো – সুবিধাভোগীর আধার কার্ড, রাজ্যের আবাসিক শংসাপত্র, পারিবারিক আয়ের উৎসের প্রমাণ যা বার্ষিক ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত হওয়া বাধ্যতমূলক। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স, রেশন কার্ড, পাসপোর্ট সাইজের ফটো।