রিল বানাতে গিয়ে খাদে পড়ে মৃত্যু তরুণী!

ঘুরতে ভালোবাসতেন তিনি। তাই সময় ও সুযোগ পেলেই কখনও একা আবার কখনও বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়তেন তিনি। কিন্তু শেষে রক্ষা হলো না। ঘুরতে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণী। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট। কিন্তু তার নেশা ভ্রমণ করা। নানান জায়গায় যেমন ঘুরতে যেতেন তেমনই সেখানকার ছবি ও তথ্য সহ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতেন তিনি।

মুম্বাইয়ের বাসিন্দা অনভি কমাদার। তার সোশ্যাল হ্যান্ডেলে ফলোয়ারের সংখ্যা আড়াই লক্ষেরও বেশি৷ অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে সেই তরুণী বেশ জনপ্রিয় ছিলেন তা স্পষ্ট। ঘুরতে যাওয়ার টানে তাই কখনও বন্ধুদের সঙ্গে আবার কখনও একা বেরিয়ে পড়তেন ওই তরুণী।

জানা যাচ্ছে, গত মঙ্গলবার বর্ষার মরশুমে মরসুমে মহারাষ্ট্রের রায়গড় জেলার কুম্ভে জলপ্রপাতে ঘুরতে গিয়েছিলেন ওই তরুণী। তার সঙ্গে সাত জন বন্ধু ছিলেন৷ অনুগামীদের জন্য রিল ভিডিও বানাবেন বলে খাদের ধারে চলে যান ওই তরুণী। কিন্তু সামলাতে না পেরে খাদের মধ্যে পা পিছলে পড়ে যান তিনি।

এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ সহ সেখানকার উপকূলরক্ষীরাও ওই তরুণীকে উদ্ধার করতে নামে৷ উদ্ধার করতে নেমে ছয় ঘন্টার চেষ্টায় অবশেষে তারা তরুণীকে খুঁজে পায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন তারা। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় তরুণীকে। পুলিশ জানিয়েছে, ওই খাদের গভীরতা ছিল ৩০০ থেকে ৩৫০ মিটার।

খাদের মধ্যে অনবরত ভারী পাথর খসে পড়ছিল। এদিকে গুরুতর আহত অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হলো না। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই তরুণীর।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক