‘যৌনতার জন্য নয়’, চারদিকে শুধু পরকীয়া, কী কামনা করেন উত্তম কুমারের নাতবৌ?

বর্তমানে টলি পাড়ায় নানান সম্পর্ক ভাঙার গল্প ছড়িয়ে পড়েছে। একাধিক সম্পর্কে এখন তাল কেটেছে। আর সেই খবর চাপা থাকছে না। বারুদের মতন তা ছড়িয়ে পড়ছে। ঋষি কৌশিক ও দেবযানী, নীলাঞ্জনা ও যিশু, অর্জুন ও সৃজার সম্পর্ক নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতেও গুঞ্জন শুরু হয়েছে। এদিকে এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। একে অপরকে ভালোবাসায় ভরিয়ে রাখেন তারা।

সম্প্রতি দেবলীনা কুমার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করলেন। সেই পোস্টে তিনি লিখেছেন, “এমন কিছু আছে, যা কামনা করেন আপনি? যৌনতার জন্য নয়, বরং স্পর্শের জন্য, গলার আওয়াজের জন্য, চুমুর জন্য বা কখনও শুধু পাশে থাকার জন্য।” গত ২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন দেবলীনা ও গৌরব। মহা সমারোহে তাদের বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়েতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেবলীনার বাবা দেবাশীষ কুমার একজন তৃনমূল নেতা। তাই তার মেয়ের বিয়েতে মুখ্যমন্ত্রী হাজির ছিলেন। জানা যায়, ২০১৭ সালে গৌরবের দিদির বাড়িতে লক্ষ্মী পুজোয় গিয়েছিলেন দেবলীনা। সেখানে একে অপরকে দেখার পর এক দেখাতেই একে অপরের প্রেমে পড়েন তারা৷ সেই বছর গৌরবের ছোটো বোনের বিয়েতে বলিউডের গানে নাচ করেছিলেন দেবলীনা।

কিছুদিন আগে গৌরব সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, “গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে, সমাজমাধ্যমে যিশুদা ও নীলাঞ্জনাদির বিচ্ছেদের খবর দেখছি। যাদের অনুপ্রেরণা ভাবে মানুষ, তাদের জীবনে খারাপ কিছু ঘটলে অদ্ভুত অনুভূতি হয় মনের মধ্যে। মনটা খারাপ হয়ে যায়। আমার ও দেবলীনারও এসব দেখে খুব ভয় করে। শত কিছুর মধ্যেও নিজেদের ভালোরাখার রসদ খুঁজে নেই। এমনকী, আমাদের আলোচনাও হয়, কখনও যদি সম্পর্কে দুঃসময় আসে, তাহলে কীভাবে সবটা সামাল দেব।”

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ঋষি কৌশিক একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি তার দীর্ঘ ১২ বছরের বিবাহিত জীবনের নানান কষ্টের কাহিনি শুনিয়েছেন। এর পাশাপাশি যিশু সেনগুপ্ত শোনা যাচ্ছে এক নারীর প্রেমে পড়েছেন এবং তিনি লিভ ইনেও রয়েছেন৷ আর এই কারণে তার দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবন এখন তলানিতে।

আরও পড়ুন,
*ফের বিশ্ব দরবারে বাংলার জয়জয়কার! সেরার সেরা সম্মানে ভূষিত হল এই ৩ বাংলা সিনেমা