বিশেষ অনুষ্ঠানে অনুপস্থিত যিশু! নীলাঞ্জনার প্রাণ শক্তি যোগাচ্ছে কন্যা-সারা’র স্বপ্ন পূরণের কামনা

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে বৈবাহিক জীবনে তাল কেটেছে যিশু সেনগুপ্তের। তিনি পরকীয়ায় জড়িয়েছেন আর তার জন্য নীলাঞ্জনা ও যিশুর মধ্যে সম্পর্কের তাল কেটেছে। এরপর সোশ্যাল মিডিয়ায় যিশুর মেয়ে সারা সেনগুপ্ত বাবাকে আনফলো করেছেন। এর পাশাপাশি নীলাঞ্জনা জানিয়েছেন তার সবসময়ের সাথী তার মেয়েরা। এভাবেই তারা যিশুকে একপ্রকার সরিয়ে দিয়েছেন নিজেদের জীবন থেকে।

সারাকে দেখা গিয়েছে মা’কে নিয়ে একাধিক পোস্ট করতে। তার শক্তি যে তার মা স্পষ্ট করে দিয়েছেন সারা। এবার মেয়ের বিশেষ দিনে দেখা গেলো না বাবা যিশুকে। তবে মা নীলাঞ্জনাকে দেখা গিয়েছে মেয়ের সঙ্গে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে র‍্যাম্পওয়াক করলেন সারা৷ সঙ্গে ছিলেন মা নীলাঞ্জনা। এই নিয়ে দ্বিতীয়বার র‍্যাম্পওয়াক করলেন তিনি।

আরও পড়ুন,
*শিনালের সঙ্গে যিশুর লিভ ইন, ২০ বছরের দাম্পত্য ভাঙনের মাঝে ‘কর্মে আস্থা’ নীলাঞ্জনার

প্রথমবার র‍্যামকপওয়াকের সময় যিশু নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেটি পোস্ট করেছিলেন। তবে এবারের সে-সবের ছিটেফোঁটা দেখা গেলো না। তবে দ্বিতীয়বার তার পাশে ছিলেন তার মা। আনন্দে মায়ের চোখ থেকে গড়িয়েছে আনন্দাশ্রু। নীলাঞ্জনাকে জিগ্যেস করা হয় তিনি তার মেয়ে সারাকে নিয়ে কী স্বপ্ন দেখেন?

এর উত্তরে নীলাঞ্জনা বলেন, “আপাতত সারাকে নিয়ে আমার একটাই স্বপ্ন তা হল, সারার যাবতীয় স্বপ্ন যেন সত্যি হয়। ও যা ইচ্ছে তাই যেন পূরণ হয়।” মায়ের এমন কথায় খুশি সারা নিজেও। তাদের এই মূহুর্তগুলি উদযাপন চলছে বাবাকে ছাড়াই। শোনা যাচ্ছে, যিশুর নাম জড়িয়েছে তার আপ্ত সহায়কের সঙ্গে। তিনি পরকীয়ায় জড়িয়ে গিয়েছেন। আর তারপর থেকেই একে অপরের থেকে দূরে থাকছেন নীলাঞ্জনা ও যিশু।

আরও পড়ুন,
*‘ভালোবাসি তোমায়’, জন্মদিনে প্রেমিক ‘রিভুবাবু’র থেকে কি উপহার পেলেন দিতিপ্রিয়া? রইলো ছবি