দেবেকে নতুন অবতারে দেখে চমকে গেলেন ভক্তরা, কবে মুক্তি পাচ্ছে ‘খাদান’?

আরজি কর কাণ্ডে গোটা দেশ যখন উত্তাল হয়ে পড়েছিল তখন অভিনেতা দেব তার প্রিয়তমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তার এরূপ আচরণ দেখে অনুরাগীরা তার উপরে ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন, কেউ কেউ বলেছেন, “দেব তো অন্যান্য সময় মানুষের পাশে থাকার কথা বলেন, তাহলে এখন কোথায় গেলেন তিনি”? আবার কেউ বলেন সাংসদ দেব কখনো সাধারণ মানুষকে ভালোইবাসেনি, সবটাই ভোট পাওয়ার জন্য অভিনয় করেছেন।

গতকাল অর্থাৎ ২৮ শে আগস্ট অভিনেতা দেবের নতুন ছবির টিজার রিলিজ হয়, যেটি দেখে ভক্তগণ তাকে সাধুবাদ জানায়। দেবের এমন ছবি প্রায় নেই বললেই চলে যেগুলো সুপারহিট হয়নি। তার করা শেষ ছবি ছিল “প্রধান”, যেটি দারুন জনপ্রিয়তা অর্জন করেছে, এই ছবিতে দেবের বিপরীতে কাজ করেছেন সিরিয়াল খ্যাত অভিনেত্রী সৌমিতৃসা কুন্ডু। যদিও সৌমিতৃসার সিনেমাতে এটি প্রথম কাজ তবুও তাদের জুটি সুপারহিট হয়েছিল।

“প্রধান” সিনেমার পর এবার দেবের পরবর্তী সিনেমা রিলিজ হওয়ার পালা। দেবের পরবর্তী যেই সিনেমাটি রিলিজ হবে তার নাম “খাদান”। গতকাল এই সিনেমার টিজার রিলিজ হয়েছে এবং জানা যায় ছবিটি বড়দিনে শুভ মুক্তি পাবে। টিজারে দেবের অ্যাকশন লুক দেখে ফিদা হয়ে গেছেন ভক্তগন, টিজার দেখে হৈ হৈ পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

ছ‌বির টিজার দেখে ভক্তগণ শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেয় কমেন্ট বক্স। কেউ বলেন “অপেক্ষার অবসান ঘটলো অবশেষে”, কেউবা বলেন ,”আবার অনেকদিন পরে দেব দার অ্যাকশন সিনেমা দেখবো”, আবার কেউ বলেন ,”দারুন হয়েছে‌”,। জানা যায় এখানে দেবের বিপরীতে ইধিকা পালকে দেখা যাবে। এই সিনেমার টিজারে দেবের সাথে যিশু সেনগুপ্ত কেউ দেখা গেছে।

আরও পড়ুন,
*বলিউডের সবথেকে ধনী শাহরুখ, সম্পত্তির পরিমাণ ৭,৩০০ কোটি টাকা! দ্বিতীয় স্থানে কে?