অদ্ভুত কাণ্ড! ‘নবাব’ স্বামীর ধুতি চুরি কর‍তে চাইছেন ‘বেবো’, নেপথ্যের কারণ জানুন

তার স্বামী ‘নবাব’ পরিবারের উত্তরসূরী অথচ তার ধুতি চুরি করতে চাইছেন অভিনেত্রী করিনা কাপুর খান! কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কী কারণে এমনটা বলেছেন তিনি? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই জানা যাক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেখা গিয়েছিল বেবোকে।

যেখানে তার অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নানান প্রশ্ন করেন সঞ্চালক। সেখানে যখন তাকে জিজ্ঞেস হয় সঈফ আলী খানের যদি একটি জিনিস তাকে চুরি করতে হয়, তাহলে তিনি কোন জিনিস নেবেন? উত্তরে করিনা বলেন, ‘ধুতি’। যা শুনে হেসে ফেলেন উপস্থিত সকলে।

এরপর করিনা বলেন, ‘সঈফের ধুতির কালেকশন অনেক এবং সকলেই তার ধুতি লুকের অনেক প্রশংসা করছেন। বিশেষ করে সঈফ যেভাবে তার বাঙালী সংস্কৃতিকে ধরে রেখেছে সে বিষয়টি আমার অনেক ভালো লাগে।’ এরপরে তার কাছে জিজ্ঞেস করা হয় তার নিজের সিনেমার কোন সংলাপটি সবথেকে প্রিয়?

তিনি বলার আগেই দর্শকেরা বলে ফেলেন, ‘আমি আমার নিজের প্রিয়’। অর্থাৎ ‘জব উই মেট’ সিনেমার সেই বিখ্যাত সংলাপ যেটি করিনার পাশাপাশি দর্শকেরাও ভীষণে পছন্দ করেন। এটি শোনার পর করিনা বলেন, ‘আমি বলার আগেই তারা বলে দেবেন। আর আমি এভাবেই জীবনযাপন করি।’

শুধু তাই নয় তিনি এও বলেন প্রত্যেক মেয়েরই এমনটা করা উচিত। তারা যেন নিজেকে নিজেদের প্রিয় বলে মনে করে। এখানেই শেষ নয় যখন তার কাছে জিজ্ঞেস করা হয় তার কোন সিনেমাটি সবথেকে প্রিয়? তার উত্তরও দর্শকেরা দিয়ে ফেলেন। শেষে সঞ্চালক বলেন করিনার সাক্ষাৎকার না নিয়ে দর্শকদেরই সাক্ষাৎকার নেবেন তিনি।