বেইরুটে ফের দাঙ্গা, নিহত বেশ কয়েক জন

ইজরায়েলের-হিজবুল্লা লড়াই ক্রমশ বেড়েই চলেছে। লেবাননের রাজধানী বেইরুটে নতুন করে দাঙ্গা বাধিয়েছে ইসরায়েল। হিজবুল্লার প্রধান সদর দপ্তর নিশানা করে দাঙ্গা চালানো হয়েছে। বেইরুটের ইসরায়েল এয়ারস্টাইল চালিয়েছে। যার জন্য পুরো ধোঁয়ায় পরিবেষ্টিত হয়ে গেছে লেবানন। অনেক জন মারা গেছে বলে সংবাদ পাওয়া যায়। ইজরায়েলের নিশানা হিজবুল্লার বৃহৎ দলনেতা হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহকে শেষ করতেই এই দাঙ্গা বাধানো হয়েছে।
ইসরাইলের দাঙ্গার কয়েক ঘন্টার মধ্যে হিজবুল্লার এক প্রতিনিধি প্রার্থনা করেছেন যে, নাসরুল্লাহ সুস্থ আছেন।

যেইখানে আক্রমণ চালানো হয়েছে, ওইখানে নাসরুল্লাহ উপস্থিত ছিলেন না বলে জানানো হয়েছে। সংবাদ পাওয়া যায় ইসরাইলের এই আক্রমণে অনেক অনিষ্ট হয়েছে । এই ডাঙ্গায় চারটি বাড়ি ভেঙে পড়েছে। একের পর এক বিস্ফোরণেরও সংবাদ পাওয়া গেছে।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রমণে করে ৯ জনের নিহিত হয়েছে। ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সারা রাত্রি ধরে উদ্ধারের কাজ চলেছে।

জানা যায়, হিজবুল্লার কমান্ডরদের তাক করে আক্রমণ করে ইসরায়েল। আক্রমণের পর নাসরুল্লাহের সাথে সংযোগ স্থাপন করা যায়নি বলে সংবাদ ছড়ায়। হিজবুল্লাহ যদিও একথা স্বীকার করে না।
অপরদিকে , আক্রমণের জন্য কঠিন সংবাদ দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, বিরোধীরা ভেবেছিল, আমরা হয়তো মাকড়সার জাল।

আমাদের কিন্তু লৌহ ক্ষমতা রয়েছে, তার সংযুক্ত, যতক্ষণ লড়াইয়ের পথে থাকবে হিজবুল্লা, ততক্ষণ ইসরাইলের কিছু করার থাকবে না, আক্রমণ চলবে। সব হুংকার শেষ করে দেশের সাধারণ নাগরিকদের রক্ষা করার অধিকার ইজরায়েলের।
আলোচনায় ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ১ বছর ধরে লড়াই চলবে।

ওই লড়াইয়ের মধ্যেই ইসরাইল আক্রমণ করে হিজবুল্লাহ। যার অন্তরালবর্তী স্থানে রয়েছে ইরান। ইজরায়েলও পাল্টা উত্তর দিচ্ছে। এই দাঙ্গা খুব ভালোভাবে বেড়ে চলেছে। লেবাননে হিজবুল্লার একের পর এক আড্ডা লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। আহত নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক