আন্টার্কটিকার বরফে ভারতের বর্ষার জন্ম, জানাল গবেষণা

সাড়ে ৩ কোটি বছর আগে আন্টার্কটিকায় বরফ জমতেই ভারতে শুরু হয় বর্ষার ধারা। নাগাল্যান্ডের পাতার ফসিল জানাল পৃথিবীর জলবায়ুর সেই ঐতিহাসিক পরিবর্তনের কথা।

আন্টার্কটিকা— নাম শুনলেই চোখে ভেসে ওঠে বরফে ঢাকা এক মহাদেশ। কিন্তু একসময় সেখানে বরফের চিহ্নও ছিল না। প্রায় ৩ কোটি ৪০ লক্ষ বছর আগে ধীরে ধীরে সেখানে বরফ জমা শুরু হয়, তৈরি হয় বিশাল হিমবাহ। আর সেই সময় থেকেই ভারতে বর্ষার সূচনা, জানাল নতুন গবেষণা।

আন্টার্কটিকা

লখনউয়ের বীরবল সাহানি ইনস্টিটিউট অব প্যালিওসায়েন্স এবং দেরাদুনের ওয়াদিয়া ইনস্টিটিউট অব হিমালয়ান জিওলজি যৌথভাবে এই গবেষণা চালিয়েছে। নাগাল্যান্ডের পাহাড়ি অঞ্চলে পাওয়া পাতার ফসিল (Laisong Formation) এই চমকপ্রদ তথ্যের মূল সূত্র।

বিশেষ প্রযুক্তি CLAMP (Climate Leaf Analysis Multivariate Program)-এর সাহায্যে গবেষকরা ফসিল বিশ্লেষণ করে দেখেছেন, সেই সময় নাগাল্যান্ডে উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করত, বৃষ্টিপাতের পরিমাণও ছিল অনেক বেশি। কারণ হিসেবে ধরা হয়েছে আন্টার্কটিকার বরফ জমা শুরু।

আন্টার্কটিকা
আন্টার্কটিকা

বরফের ফলে পৃথিবীর বায়ুপ্রবাহে বড় পরিবর্তন আসে, দক্ষিণ দিক থেকে ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন (ITCZ) ট্রপিক্যাল এলাকায় সরে আসে। এর ফলেই ভারতে শুরু হয় মৌসুমি বৃষ্টিপাত— অর্থাৎ বর্ষার জন্ম।

তবে বর্তমান পরিস্থিতি চিন্তার। আন্টার্কটিকার বরফ দ্রুত গলছে, ফলে ITCZ আবার অবস্থান বদলাতে পারে। এতে ভারতের বর্ষা ঋতু ও বৃষ্টিপাতের ধারা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছে বিজ্ঞানী মহল।

আন্টার্কটিকা
আন্টার্কটিকা

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বলেন, “বর্ষা নিয়ে চলমান গবেষণায় নতুন দিক উন্মোচিত হচ্ছে। তবে এই পরিবর্তন উদ্বেগজনক।”

বিজ্ঞানীদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এখন মানবজাতির একমাত্র দায়িত্ব, নইলে আগামী দিনে বর্ষার চরিত্রই পালটে যেতে পারে।

#Antarctica #IndiaMonsoon #ClimateChange #Research #Nagaland #Paleoclimate #ITCZ #ScienceNews #Environment #GlobalWarming

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক