গণেশ চতুর্থীতে ১৫ কোটির সোনার মুকুট উপহার দিলেন অনন্ত আম্বানি

আজ শনিবার গণেশ চতুর্থী শুরু হবে। মুম্বাইতে খুব জমজমাট ভাবে গণেশ চতুর্থী পালন করা হয়, প্রায় ১০ থেকে ১২ দিন একটানা আনন্দ উৎসব হবে মুম্বাইতে। গণেশ চতুর্থী তে উপস্থিত থাকেন সাধারণ মানুষ থেকে অভিনেতা অভিনেত্রী সকলেই। এই উৎসবে আম্বানি পরিবারও সামিল থাকে এবং প্রচুর দামি দামি গয়না দেন গণেশ মূর্তিকে।

প্রতি বছরের ন্যায় এবারও মুকেশ আম্বানির ছোটো ছেলে অনন্ত আম্বানি প্রচুর টাকা গণেশ চতুর্থীর জন্য দান করেন। শুধুমাত্র যে তিনি টাকা পয়সা দিয়েই দায়মুক্ত হয়ে যান তা কিন্তু একেবারেই নয়, বরং তিনি গনেশ চতুর্থী শুরু হ‌ওয়া থেকে শুরু করে একেবারে বিসর্জন হ‌ওয়া পর্যন্ত একটানা সেখানে উপস্থিত থাকেন।

মুম্বাইয়ের লালবাগচা নামক মন্দিরে খুব ধুমধাম করে গণেশ আরাধনা হয়। মুকেশ আম্বানির গোটা পরিবার এই মন্দিরের পূজা কমিটির সাথে যুক্ত আছেন। জানা গেছে আম্বানি প্রায় ১৫ বছর ধরে একটানা প্রচুর টাকা দান করেছেন এই মন্দিরে।

এবছর নাকি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি গণেশ চতুর্থীতে মূর্তিকে সোনার একটি মুকুট দিয়েছেন, যেটি কিনা প্রায় দু মাস ধরে গড়া হয়েছে।তার দেওয়া মুকুটটি গনেশ মূর্তিকে পরানো হয়েছে। আম্বানি পুত্র যেই মুকুটটি দান করেছেন তার ওজন প্রায় কুড়ি কিলোগ্রাম, যেটির দাম প্রায় 15 কোটি টাকা।

https://twitter.com/LalbaugchaRaja/status/1831817049380942229

লালবাগচা মন্দিরের গণেশ মূর্তি দেখানো হয়েছে। সেখানে দেখা গিয়েছে মূর্তিটির মাথায় একটি বিরাট মুকুট রয়েছে,যেটা অনন্ত আম্বানি দান করেছেন। এবং তার‌ই সাথে দেখা যাচ্ছে মূর্তিটিকে বাদামি রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া আছে। আগামী আট থেকে দশ দিন টানা মুম্বাইতে এই গনেশ চতুর্থী পালন করা হবে।

আরও পড়ুন,
*লাড্ডু-মোদক ছাড়াও গণেশের প্রিয় পদের তালিকায় রয়েছে আরও ৫

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক